Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

স্কুল খোলার দিনই বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ

ফাইল ছবি।
ফাইল ছবি।
[publishpress_authors_box]

তাপপ্রবাহ থেকে মুক্তির আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহাওয়ার অধিদপ্তর আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি করে বলেছে, বায়ুতে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।

টানা ২৯ দিনের রেকর্ড তাপপ্রবাহ চলছে দেশজুড়ে। একটানা এতদিন তাপদাহ বাংলাদেশে পরিমাপ শুরুর পর আগে কখনও দেখা যায়নি।

গত ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ চলছে। এই কারণে স্কুলে রোজা ও ঈদের ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছিল। ছুটি শেষে রবিবারই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলেছে।

আর এদিনই আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় আরও ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৯ সালে দেশে টানা ২৩ দিন তাপপ্রবাহ চলেছিল, সেটাই ছিল সবচেয়ে বেশিদিনের হিসাব। তারও আগে ২০১০ সালে রাজশাহীতে তাপপ্রবাহ ছিল ২০ দিন, তবে তা টানা ছিল না। আর গত বছর তাপপ্রবাহ চলেছিল টানা ১৮ দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক দুদিন আগেই সকাল সন্ধ্যাকে বলেছিলেন, “আমাদের কাছে সুনির্দিষ্টভাবে সর্বোচ্চ তাপপ্রবাহের উপাত্ত আছে ১৯৮১ সাল থেকে। সেটি বিশ্লেষণ করে দেখা যায়, এবার তাপপ্রবাহ টানা ২৭ দিন ধরে চলমান রয়েছে। এর মধ্যে দিয়ে গত ৭৬ বছরের রেকর্ড ভাঙল।”

আবহাওয়া অধিদপ্তরের কাছে ১৯৪৮ সাল থেকে বিভিন্ন স্টেশনের আবহাওয়ার তথ্য-উপাত্ত আছে। তবে সব বছরের সব স্টেশনের উপাত্ত নেই। এসব উপাত্ত একেবারে সুনির্দিষ্টভাবে আছে ১৯৮১ সাল থেকে। তারপরও আগের স্টেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবদরা একথা বলছেন।

এবার যেমন টানা তাপপ্রবাহ হয়েছে, তার বিস্তৃতিও বেশি।

আবহাওয়া অধিদপ্তরের রবিবার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেেশ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়, ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জের ওপর দিয়ে এখন তীব্র তাপপ্রবাহ বইছে। অন্য জেলাগুলো রয়েছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহের মধ্যে।

পাঁচ দিন পর বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, তখন তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টি হয়েছিল শুধু সিলেটে, সেখানে ১৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সিলেটে তাপমাত্রাও গত ২৪ ঘণ্টায় সবচেয়ে নিচে (২২ দশমিক ৮ ডিগ্রি) নেমেছিল, সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গিয়েছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত