দেশের আট বিভাগেই বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য গরমে মানুষের অস্বস্তি আরও বাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে গরম কমা নিয়ে কোনও সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর, উল্টো এসেছে আরও ৪৮ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা।
তবে আগের দফায় পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও এবার ঢাকাসহ চার বিভাগ নিয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে তা মাঝারি এবং ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
দেশজুড়ে টানা তাপপ্রবাহের কারণে পুরো এপ্রিলজুড়ে দফায় দফায় হিট অ্যালার্ট জারি করা হলেও চলতি মে মাসে এ নিয়ে দ্বিতীয় দফায় হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই শুক্রবার নতুন করে তাপপ্রবাহের সতর্কতাবার্তা এলো।
তবে হিট অ্যালার্টের সময়সীমার শেষ দিকে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এই সময়ে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী রবিবার থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে– এমন আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। তবে তার পরিমাণও অবশ্য ছিল খুব কম, ৩ মিলিমিটার। এছাড়া এই সময়ে রংপুরেও সামান্য বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।