Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতে ভোটের দিন গরমে ৩৩ নির্বাচন কর্মীর মৃত্যু

ভোট
[publishpress_authors_box]

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট শেষ হয়েছে শনিবার। এদিন শুধু উত্তর প্রদেশেই তীব্র দাবদাহের ফলে হিটস্ট্রোকে ৩৩ জন নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নবদীপ রিনওয়া এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীও রয়েছে।

প্রত্যেক মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ রুপি দেওয়া হবে বলে সাংবাদিকদের জানান রিনওয়া।

ভারতে তীব্র তাপমাত্রার কারণে অনেকের মৃত্যুর খবর এরই মধ্যে মিডিয়ায় এসেছে। দেশটির অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। কিন্তু একদিনে ৩৩ নির্বাচন কর্মীর মৃত্যুর ঘটনা পুরো পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

রিনওয়া জানান, বালিয়া শহরের একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো এক ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, শনিবার ঝাঁসি শহরে তাপমাত্রা ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

আর দেশটির মিডিয়াগুলো বলছে, শনিবার উত্তর প্রদেশের বালিয়া শহরে তাপমাত্রা ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার তীব্র তাপের কারণে দেশজুড়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়া গেছে বিহার, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ থেকেও।

শনিবার বিহারে ভোটকেন্দ্রে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তা জানান, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে উড়িশ্যায় মরেছে ৯ জন।

বিশেষজ্ঞদের মতে, যখন কেউ পানিশূণ্যতার শিকার হয়, তখন তীব্র দাবদাহের কারণে তাদের রক্ত ঘন হয়ে যায় এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা নষ্ট হয়।

ভারতে গ্রীষ্মে তীব্র তাপমাত্রা নতুন কিছু নয়। কিন্তু বছরের পর বছর ধরে চলা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহ আরও দীর্ঘ, ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত