ঢাকাসহ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলাগুলোতে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিনে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙ্গামাটিতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।