চলমান তাপপ্রবাহে শনিবার দেশের ১২ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে তিন জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রির ঘর। এদিন বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে শুধু সিলেট থেকে।
তাপপ্রবাহের তীব্রতা আগামী কয়েকদিনে বাড়তে পারে- এমন কথা জানিয়ে সারাদেশে ৭২ ঘণ্টার তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গরমের কারণে দেশের সব স্কুল-কলেজের ছুটি সাতদিন বাড়ানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার দেশের ১২ জেলায় তাপমাত্রা ছাড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে এদিন তীব্র তাপ অনুভব করে জনগণ।
এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা পাওয়া যায় যশোরে। সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় শনিবার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি, আর ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ১ ডিগ্রি আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও ৫ দিন আবহাওয়া পরিস্থিতির তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় জনগণের অস্বস্তি বাড়বে বলেও সতর্ক করা হয়েছে।
রবিবার ময়মনসিংহ ও সিলেটে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে তারা।
তবে শনিবার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে শুধু সিলেটে, যদিও তার পরিমাণ ছিল সামান্য। সারাদিনে সেখানে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে বলা হয় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০ ছাড়ালে বলা হয় তীব্র তাপপ্রবাহ। আর তাপমাত্রা যখন ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সেই হিসাবে দেশে ১২ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ আর তিন জেলায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ।