দেশজুড়ে তাপপ্রবাহের কারণে যে তীব্র গরম পড়েছে, তা কমার কোনও আভাস দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। উল্টো এসেছে আরও তিনদিনের হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কবার্তা।
তিন দফায় জারি করা হিট অ্যালার্টের সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
একইসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে।
এর আগে গত শুক্রবার থেকে ৭২ ঘণ্টা করে তিন দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।
তবে নতুন করে জারি করা হিট অ্যালার্টের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আভাস এসেছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
এতে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তা অব্যাহত থাকার আভাস এসেছে পূর্বাভাসে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও দিনাজপুরে তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে।
এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে মাদারীপুরে সামান্য বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।