Beta
বুধবার, ১৮ জুন, ২০২৫
Beta
বুধবার, ১৮ জুন, ২০২৫

ভারি বৃষ্টিতে তলিয়ে গেল মুম্বাই

টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় মুম্বাইয়ের বেশির ভাগ সড়ক।
টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় মুম্বাইয়ের বেশির ভাগ সড়ক।
[publishpress_authors_box]

টানা ছয় ঘণ্টার ভারি বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই তলিয়ে গেছে। ডুবে গেছে শহরের রাস্তাঘাট ও রেললাইন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন ও ফ্লাইট চলাচল। বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মুম্বাইয়ের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে মহারাষ্ট্র অঙ্গরাজ্যের তিনটি শহর মুম্বাই, থানে, পালঘর ও কোঙ্কন বেল্টে কমলা সতর্কতা জারি করেছে সংস্থাটি।

এনডিটিভি জানিয়েছে, টানা ভারি বৃষ্টিতে মুম্বাইয়ের নদীগুলোতে পানি উপচে প্লাবিত হয় আশপাশের এলাকা। এতে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

রেললাইনে ডুবে যাওয়ায় কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল বাতিল করে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয় ৫০টি ফ্লাইট। তিন শতাধিক ফ্লাইটের সময়সূচি পেছানো হয়।

টানা বৃষ্টিতে সোমবার দুর্ভোগে পড়ে মুম্বাইবাসী।

ভারি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় সোমবার সকালে ভোগান্তি পোহাতে হয় মুম্বাই শহরের কর্মজীবী মানুষদের।

কোমর পর্যন্ত পানির মধ্যে তাদের চলাফেরা করতে দেখা যায়। এছাড়া ভারি বৃষ্টিতে ‍সৃষ্ট জলাবদ্ধতায় সড়কে সৃষ্টি হয় যানজট। মুম্বাইয়ের ইস্টার্ন ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে যানজটে স্থবির হয়ে পড়ে।

মুম্বাই শহর কর্তৃপক্ষ জানায়, ভারি বর্ষণের পূর্বাভাস থাকায় সোমবার সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ বন্ধের ঘোষণা আগেই দেওয়া হয়।    

ভারি বৃষ্টিতে সড়ক ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয় বলে এক্স বার্তায় জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে শহরবাসীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 

এর আগে ২৮ জুন ভারি বর্ষণ দেখেছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। সেদিন ১৫৪ মিলিমিটার বৃষ্টিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত