হেলিকপ্টারে করে হলিউডি আগমনের কথা জানিয়েছিলেন আগেই। সেটাই করলেন ডেভিড ওয়ার্নার। ভাইয়ের বিয়ে সেরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশের ম্যাচ খেলতে এলেন হেলিকপ্টারে চেপে।
প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামেন ওয়ার্নার। এই মাঠেই কদিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। বিদায়ী টেস্টে যেখানে ‘থ্যাংকস ডেভ’ লেখা ছিল, ওয়ার্নারের হেলিকপ্টার এসে থামে সেখানেই। ক্রিকেটাররা সাধারণত এভাবে মাঠে আসেন না।
Ever seen anything like it? 😆 🚁 @davidwarner31 arrives to the @scg on a helicopter to the Sydney Smash. #BBL13 pic.twitter.com/gS4Rxmz71C
— KFC Big Bash League (@BBL) January 12, 2024
অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন নতুন কিছু আজ দেখা গেলেও বাংলাদেশের বিপিএলে দেখা গেছে গত আসরে। নিউজিল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে মোহাম্মদ রিজওয়ান চট্টগ্রামে যান হেলিকপ্টারে চেপে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবতরণ করেছিল রিজওয়ানকে বহন করা হেলিকপ্টার। ওয়ার্নার অবশ্য নেমে গেছেন মাঠেই। সেভেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে ভ্রমণ আর বিয়ের পোশাক না থাকা নিয়ে জানালেন ‘‘ ভ্রমণ ভালো ছিল। দারুণ একটি দিনে ওপর থেকে সিডনিকে দেখলাম। অনুষ্ঠান সেরে এখানে খেলতে এসেছি দলের কিট পরে।’’
সিডনি থান্ডারের হয়ে আজই প্রথম বিগ ব্যাশে খেলছেন ওয়ার্নার। প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। ওয়ার্নারের জায়গায় নতুন টেস্ট ওপেনার হওয়া স্টিভেন স্মিথ সিক্সার্সের হয়ে ইনিংস ওপেন করেন আজ। তবে আউট হয়েছেন ০ রানে।