বাংলাদেশ ছাড়ার পর বেকার-ই ছিলেন রঙ্গনা হেরাথ। কোচিংয়ে দেখা যায়নি তাকে। বিরতি শেষে আবার কাজে ফিরছেন শ্রীলঙ্কান সাবেক স্পিনার। নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ।
সামনের দুই মাসে এশিয়া অঞ্চলে ঠাসা সূচি নিউজিল্যান্ড দলের। এই সময়ে উপমহাদেশের কন্ডিশনে ছয়টি টেস্ট খেলবে কিউইরা। এই ছয় টেস্টের তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন হেরাথ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট- এই তিন ম্যাচে নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকবেন হেরাথ।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন এই লঙ্কান। আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আবার ফিরছেন তিনি।
হেরাথকে দলে পেয়ে আনন্দিত নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। উপমহাদেশের কন্ডিশনে দলের বাঁহাতি স্পিনারদের উন্নতিতে হেরাথ ভূমিকা রাখবেন বলে তার বিশ্বাস, “আমাদের তিনজন বাঁহাতি অর্থোডক্স স্পিনার রয়েছে। আয়াজ (প্যাটেল), মিচেল (স্যান্টনার) ও রাচিন (রবীন্দ্র) এই তিনজন রঙ্গনার (হেরাথ) সঙ্গে কাজ করার সুযোগ পাবে। উপমহাদেশের তিন টেস্টে তার অধীনে কাজ করে উপকৃত হবে আমাদের স্পিনাররা।”
শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া দুটি টেস্টের ভেন্যু গল। এই মাঠে হেরাথের বিস্ময়কর সাফল্য। সেটিও তুলে ধরেছেন নিউজিল্যান্ড কোচ, “গলে ১০০’র বেশি উইকেট আছে রঙ্গনার। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুটি টেস্ট। তার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই কাজে লাগবে।”
হেরাথের সঙ্গে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন বিক্রম রাঠোর। ভারতের সাবেক ব্যাটিং কোচ কাজ করবেন শুধু আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়ডায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
এরপর কিউইরা যাবে শ্রীলঙ্কার টেস্ট খেলতে। দুই ম্যাচের সিরিজ শেষ করে আবার ভারতে ফিরবে তারা। সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।