Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিএনপির বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ হিরো আলমের

ভিডিও থেকে নেওয়া ছবি।
ভিডিও থেকে নেওয়া ছবি।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

আলোচিত ইউটিউবার হিরো আলম অভিযোগ করেছেন, বগুড়ার আদালত চত্বরে তাকে হত্যা করতেই হামলা চালিয়েছে বিএনপি।

ওই হামলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। এতে দেখা যায়, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তার উপর হামলা হয়। এসময় তাকে কানধরে ওঠবসও করানো হয়।

ঘটনার পর হিরো আলম আদালত চত্বরেই উপস্থিত সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ আমলে নির্বাচনী অনিয়মের অভিযোগে আদালতে মামলা করতে এসেছিলেন।

দেশবাসীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, “কাদেরকে ক্ষমতায় আনবেন, যারা ক্ষমতা না পেয়েই মারধর শুরু করেছে।”

হিরো আলম দাবি করছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘গালি’ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির সমর্থকরা এ হামলা চালায়।

তিনি বলেন, “আমাকে আজকে হত্যাচেষ্টা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে। আমি হিরো আলম মৃত্যুকে ভয় করি না। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন মারেন।”

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলা করেন হিরো আলম।

মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন।

সাংবাদিকদের হিরো আলম বলেন, “আজকে বিএনপির লোকজন আমাকে মারধর করছে। আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন বগুড়া শহরে যদি প্রমাণ করতে পারেন, কেউ ফুটেজ বাইর করে আমি হিরো আলম তারেক জিয়ার নামে খারাপ কথা বলছি বকা দিছি গালি দিছি, তাহলে জুতার মালা গলায় দিয়ে বগুড়া শহরে ঘুরব।”

তিনি বলেন, “একটা ফুটেজ যদি কেউ বাইর করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে ‍কিছু বলছে টোটাল বগুড়া শহর জুতার মালা দিয়ে ঘুরবো। যদি না থাকে তাহলে তারেক জিয়ার নাম করে কেন আমাকে… দেশ স্বাধীন হয়েছে আমারা তাই মনে করছিলাম। একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি। আজকে বিএনপির লোকেরা হামলা শুরু করলো। তাতে কি মনে করছেন, দেশ স্বাধীন হইছে?”

তার ওপরে কেন হামলা হলো, এমন প্রশ্ন তুলে হিরো আলম বলেন, “যে কয়জন মারছে, প্রতিটা চেহারা দেখেছি। কাদেরকে ক্ষমতায় আনবেন দেখেন। বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপি লোকের পাওয়ার বাইড়া গেছে। আজকে বিএনপির লোকেরা ক্ষমতা না পেয়েই মারধর শুরু করেছে।”

তিনি বলেন, “আমি জীবনে একটা মামলা করেছিলাম রুহুল কবির রিজভীর বিরুদ্ধে। ডিবি হারুন আমাকে, আমার পরিবারকে ট্র্যাপে ফেলে মামলা করাইছে। এরা আমাদের কেন মারধর করলো? বিএনপি ক্ষমতায় আসলে মানুষকে জবো করবে জবো (জবাই)। আমি এক হিরো আলম মরে গেলে একশ হিরো আলম দাঁড়িয়ে থাকবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত