রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে ঢাকার শাহবাগে।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের ডাকে শুক্রবার বিকালে এই সমাবেশ হয়।
সমাবেশ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করা, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করা।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা হচ্ছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধের আহ্বান জানানো হয়। বিভিন্ন স্থানে মন্দির পাহারায় শিক্ষার্থীদের দাঁড়াতেও দেখা গেছে।
বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরও হামলা-ধ্বংস-বিশৃঙ্খলা না করার বার্তা দেওয়া হয়।
তবে তার মধ্যেও হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে।
শাহবাগের সমাবেশে ভক্ত সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল বলেন, দেশে যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না, সেভাবে যেন মন্দিরও পাহারা দিতে না হয়, সেই পরিবেশ চান তারা।
শুক্রবারের বিক্ষোভ থেকে শনিবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।