আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি হয় আজ (সোমবার)।
শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। গতকাল রবিবার ফারুক আহমেদ রিটটি করেছিলেন, যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে।
এনএসসি ২৯ মে বিসিবিতে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিটটি করেছিলেন ফারুক।
ফারুকের পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন শুনানিতে ছিলেন। এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।
ফারুক আহমেদের অন্যতম আইনজীবী এ কে এম আজাদ গণমাধ্যমে জানিয়েছেন রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে।