হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে। তবে বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম।
বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি অথবা ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে।
আপিল বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচার কার্যক্রম সরাসরি বা ভার্চুয়ালি শুনানি করবেন মো. আশফাকুল ইসলাম।
এর আগে কারফিউ জারির প্রেক্ষাপটে বন্ধ ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে কারফিউ প্রত্যাহার হলে খোলা হয় নিম্ন আদালত।