Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

নিজেদের তৈরি অফসাইডের ফাঁদেই আটকাচ্ছে বার্সা

হাইলাাইন ডিফেন্স আর কাজ করছে না বার্সার।
হাইলাাইন ডিফেন্স আর কাজ করছে না বার্সার।
[publishpress_authors_box]

 এল ক্লাসিকোয় ভড়কে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররা একের পর এক আক্রমণ শানান আর সেগুলো আটকে যায় বার্সেলোনার হাই লাইন ডিফেন্সের ফাঁদে পড়ে। অফসাইডের ফাঁদে।

ওই ম্যাচে রিয়ালের খেলোয়াড়রা এই ফাঁদে পড়েছিলেন ১২ বার! ম্যাচটা ৪-০ গোলে জেতে কাতালানরা। হান্সি ফ্লিকের এই হাই লাইন ডিফেন্সে লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে মৌসুমের শুরুতে দাপট দেখিয়েছে বার্সেলোনা। তবে এটা সবসময় ঝুঁকির। সামান্য গড়বড় হলে শঙ্কা থাকে গোলবন্যায় ভেসে যাওয়ার।

বার্সার এই কৌশলে বিপক্ষ দলগুলোও ধাতস্থ হয়ে উঠছে। তাই কার্যকরী অস্ত্রটা ধীরে ধীরে হয়ে উঠছে মরণ ফাঁদ! লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার জয় কেবল একটি। হেরেছে দুটি আর ড্র দুটি। সবশেষ শনিবার তারা ২-২ গোলে ড্র করেছে রিয়াল বেতিসের বিপক্ষে। সেই ম্যাচে বেতিসের একজন খেলোয়াড়ও অফসাইডে পড়েননি! বার্সেলোনার বিপক্ষে এই মৌসুমে এমন কিছু এবারই প্রথম।

লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার জয় কেবল একটি।

বার্সার হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়েছে বেতিস। একই কৌশলে  প্রতিপক্ষ ম্যাচ জিতছে বা পয়েন্ট ছিনিয়ে নিচ্ছে এখন। বার্সা নিজেদের তৈরি ফাঁদে পড়েছে নিজেরাই। 

লা লিগায় ১৭ ম্যাচে বার্সার বিপক্ষে খেলোয়াড়রা অফসাইড হয়েছেন ১০৭বার। মর্যাদার পাঁচ ইউরোপিয়ান লিগে এটা সর্বোচ্চ। শুধু তাই নয়, দ্বিতীয়স্থানে থাকা দলের বিপক্ষে অফসাইড হওয়ার সংখ্যা এর অর্ধেকেরও কম।

বার্সেলোনার বিপক্ষে অফসাইডের কারণে মৌসুমজুড়ে গোল বাতিল হয়েছে ১৩টি। শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়নস লিগেও একইভাবে খেলছে বার্সা। ইয়ং বয়েজের ৭বার আর মোনাকোর খেলোয়াড়রা অফসাইড হয়েছিলেন ৬বার। দুই ম্যাচেই বাতিল হয়েছিল দুই দলের গোল। মৌসুমের শুরুর দিকে বার্সার বিপক্ষে অফসাইডের এই হারটা ছিল অনেক বেশি।

 রিয়াল মাদ্রিদ ১২বার, আলাভেস ১১বার আর ওসাসুনার খেলোয়াড়রা অফসাইডের ফাঁদে পড়েছিলেন ১০বার। এছাড়া ভ্যালেন্সিয়া ৭বার, বিলবাও ৫বার, রায়ো ভায়েকানো ও ভায়াদোলিদের খেলোয়াড়রা অফসাইড হয়েছেন ৪বার করে।

বিপক্ষ দলের কোচের কৌশলেই কমতে থাকে অফসাইডের সংখ্যা। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরেছিল বার্সা, সেই ম্যাচে সোসিয়েদাদ খেলোয়াড়রা অফসাইড হন কেবল ৩বার। ২-২ গোলে ড্র করা সেল্তা ভিগোর ফুটবলাররা অফসাইডে পড়েন ২ বার। ২-১ গোলে জেতা লাস পালমাসের খেলোয়াড়রা অফসাইডে পড়েন অবশ্য ৫বার।

তবে ২-২ গোলে ড্র করা বেতিসের কেউ অফসাইডেই পড়েননি। হাই লাইন ডিফেন্স মরণ ফাঁদ হয়ে ওঠায় লা লিগায় সবশেষ ৫ ম্যাচে বার্সেলোনা গোল হজম করেছে ৮টি। তাতে শীর্ষস্থান হারানোর শঙ্কায় বার্সেলোনা।

১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮ আর ১৬ ম্যাচে রিয়ালের ৩৬। হাতে থাকা ম্যাচটা জিতলে বার্সাকে ১ পয়েন্টে পিছিয়ে ফেলবে রিয়াল। নিজের কৌশল নিয়ে তাই নতুন করে ভাবতেই পারেন ফ্লিক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত