Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মাদক মামলায় কোনও সহানুভূতি নয় : হাইকোর্ট

Highcourt
[publishpress_authors_box]

মাদক মামলায় আসামিদের জামিনের ক্ষেত্রে কোনও সহানুভূতি দেখাবে না জানিয়ে হাইকোর্ট  বলেছে, মাদক মামলার আসামিদের জামিনের ক্ষেত্রে সহানুভূতি দেখানো হবে না। তাতে তারা যতদিন জেলে থাকুক না কেন।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলে।

দেশ থেকে মাদক নির্মূল করতে হবে উল্লেখ করে হাইকোর্ট বলেছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স।

আদালতের মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, সোমবার প্রায় শতাধিক মাদক মামলায় জামিন আবেদন কার্যতালিকাভূক্ত ছিল। তখন আদালত বলেছে, মাদক মামলায় কোনও জামিন কিংবা সহানুভূতি  নয়, যতদিন জেলে থাকুক না কেন। মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে।

এসব মামলার অনেকগুলো উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। আর বাকিগুলো আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এগুলো বেশিরভাগই ইয়াবা ও হেরোইনের মামলা। হেরোইন মামলায় ২৫ গ্রামের উর্ধ্বে হলে আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান আছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত