Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে

নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় বাহন বলতে কেবল রিকশা আর বাস। হেঁটে গন্তব্যে যাওয়া এখানে ঝুঁকিপূর্ণ। ছবি: সকাল সন্ধ্যা
নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় বাহন বলতে কেবল রিকশা আর বাস। হেঁটে গন্তব্যে যাওয়া এখানে ঝুঁকিপূর্ণ। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

গভীর নিম্নচাপে রূপ নেওয়া প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ১০টায় নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “রেমালের কেন্দ্রভাগ দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার হতে পারে।”

সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকাই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজারেরও কিছু এলাকা ডুবে গেছে। সোমবার ভোর থেকে বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। সকাল ৬টা থেকে টানা তিনঘণ্টায় নগরীতে ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সোমবার সকাল ৬টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়।

এছাড়া কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৯৩, পটুয়াখালী ৭২, মোংলায় ৬৭, খুলনায় ৬৫, খেপুপাড়ায় ৫৮, যশোরে ৫৩, বরিশালে ও ভোলায় ৪১, চুয়াডাঙ্গায় ১৮ এবং কুমারখালীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর বিভাগের কয়েকটি জায়গা ছাড়া প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে। এতে দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রেমাল প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে যশোর ও এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবারের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝরিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত