সিঙ্গাপুরে সোমবার শুরু হয়েছে এশিয়া কাপ আর্চারির স্টেজ ২ লেভেলের খেলা। এতে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের সবচেয়ে ভালো ফলাফল করেছেন কম্পাউন্ড ইভেন্টের আর্চার হিমু বাছাড়। বাছাইয়ে পুরুষ বিভাগে ৫০ জন আর্চারের মধ্যে চতুর্থ হয়েছেন হিমু। তিনি ৭২০ পয়েন্টের মধ্যে করেছেন ৭০৭ স্কোর। যা হিমুর ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।
৭১৪ স্কোর পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ভারতের আর্চার দুলাল কুশল। ৭১১ পয়েন্ট পাওয়া কাজাখস্থানের আর্চার আন্দ্রে তিউতিউন দ্বিতীয়। ৭১০ পয়েন্ট নিয়ে মালয়েশিয়ার মোহাম্মদ জাওয়াদি মাজুকি হয়েছেন তৃতীয়।
কম্পাউন্ড মিশ্র ইভেন্টে পুষ্পিতা জামান নাফসির সঙ্গে জুটি গড়ে নতুন জাতীয় রেকর্ড করেন। যেখানে পুষ্পিতার স্কোর ৬৮৭ ও হিমুর ৭০৭। সব মিলিয়ে ১৩৯৪ স্কোর করেছেন দুজন।
কম্পাউন্ডে নেওয়াজ আহমেদ রাকিব ৬৮৯ স্কোর করে ২৮তম, ৬৭৮ স্কোর করে সোহেল রানা ৪১তম হয়েছেন।
রিকার্ভ ইভেন্টের ছেলেদের বিভাগে সবচেয়ে ভালো ফল করেছেন আবদুর রহমান আলিফ। তিনি ৬৬২ পয়েন্ট পেয়ে ৫৪ জনের মধ্যে হয়েছেন সপ্তম। রামকৃষ্ণ সাহা ৬৫০ পয়েন্ট নিয়ে ২১তম। রাকিব মিয়া ৬৪৮ পয়েন্ট নিয়ে ২৩তম, সাগর ইসলাম ৬৪১ পয়েন্ট নিয়ে ৩৩তম। রিকার্ভ মেয়েদের বিভাগে একমাত্র আর্চার মনিরা আক্তার ৬২৯ পয়েন্ট নিয়ে ২৩তম হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হবে এলিমিনেশন রাউন্ডের খেলা।