Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

যমুনার সামনে নেই আন্দোলনকারীরা

সোমবার যমুনার সামনে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরা। ছবি : সকাল 
সন্ধ্যা
সোমবার যমুনার সামনে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে সোমবার কোনও আন্দোলনকারীর দেখা মেলেনি। এদিন সেখানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যদের ব্যানার হাতে দেখা গেছে। এসময় ভবনটি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বলছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য তিন লাখ টাকা অর্থসহায়তা দিতেই যমুনার সামনে দাঁড়িয়েছেন তারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এরপর প্রতিদিনই নানা দাবি-দাওয়া নিয়ে তার বাসভবনের সামনে হাজির হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামে আনসার বাহিনীর সদস্যরাও। চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আনসার সদস্যরা।

রবিবার রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সচিবালয় এলাকায় সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।       

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

সোমবার যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি : সকাল সন্ধ্যা

দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন মহলের রাজপথে নামার প্রতিক্রিয়ায় রবিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছিলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে।

“গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে যাবে।”

যমুনার সামনে জমায়েত নিষিদ্ধ করা হলেও সোমবার এর বিপরীতের ফুটপাতে দাঁড়ান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ৮ সদস্য।

এ বিষয়ে সকাল সন্ধ্যা কথা বলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জন্মাষ্টমী উৎসব কমিটি ২০২৪ এর আহ্বায়ক তরুণ কুমার ঘোষের সঙ্গে।

তিনি বলেন, “বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে জন্মাষ্টমী উপলক্ষে সব ধরনের র‌্যালি না করার সিদ্ধান্ত নেয় হিন্দু মহাজোট। বন্যার্তদের সহযোগিতায় তিন লাখ টাকা উপদেষ্টার ত্রাণ তহবিলে দিতে এখানে এসেছি আমরা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত