Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর চলে নির্যাতন : নিতাই রায় চৌধুরী

সংখ্যালঘু
ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

নৌকায় ভোট না দেওয়ায় ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে দেশের বিভিন্ন স্থান পরিদর্শন শুরু করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি। এর অংশ হিসেবে শনিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যান কমিটির সদস্যরা।

সেখানে তারা ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, সহিংসতার বিবরণ শোনেন।

ভুক্তভোগীদের কয়েকজন প্রতিনিধি দলের সদস্যদের জানান, নৌকায় ভোট না দেওয়ায় তাদের উপর হামলা চালানো হয়েছে। এরপর থেকে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় অনেক সতর্কতার সঙ্গে দিন কাটাচ্ছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই তদন্ত কমিটির প্রধান নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, “এখানে নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয়।”

নির্বাচনের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে নিতাই রায় বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব হামলার প্রকৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন আকারে তা প্রকাশ করা হবে।

বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক মনে করে। তারা স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারে না। নৌকার বাইরে গেলেই তাদের ওপর হামলা-নির্যাতন নেমে আসে।”

প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সোহাগ।

এছাড়া ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কানাইপুর পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা ঝিনাইদহের পথে রওনা হন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত