ইনিংসের উদ্বোধন করেছেন তিনি। একে একে ১০ সতীর্থ ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। মাঝখানে কেটে গেছে ৬৫০ মিনিট। তবু টলানো যায়নি রিফাত বেগের মনোবল।
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের হার না মানা ইনিংস খেলেছেন বিকেএসপির এই তরুণ।
অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে এটাই বাংলাদেশি কোন ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ঢাকা গুটিয়ে যায় ১৪৩ রানে। জবাবে বিকেএসপি করে ৫৪৯ রান। ৪৮৩ বলে ২৯ বাউন্ডারি ৪ ছক্কায় ৩২০ রানে অপরাজিত ছিলেন বাঁ-হাতি রিফাত বেগ।
রিফাত উইকেটে ছিলেন ৬৫০ মিনিট বা ১০ ঘণ্টা ৫০ মিনিট। ম্যাচের দ্বিতীয় দিনে তিন অঙ্কে পৌঁছান ১৯৮ বলে। গতকাল (শনিবার) পৌঁছান দুই শর ঘরে, ৩৩৫ বলে। আজ (রবিবার) তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরি করেন ৪৬৮ বলে।
ফাহিম মুনতাসির ৫৭ ও ইয়াসিন আরাফাত খেলেন ৪৫ রানের ইনিংস। ৫ উইকেট আবু সুফিয়ান শাওনের।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংসটি তামিম ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ রকিবুল হাসানের ৩১৩, এরপরই আছে নাসির হোসেনের ২৯৫ রানের ইনিংস।