Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

এপ্রিলজুড়েই থাকতে পারে হিট এলার্ট

তাপপ্রবাহ
[publishpress_authors_box]

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালের ১৮ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে, ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ বায়ান্ন বছর পর সেই রেকর্ড না ছাড়ালেও অনুভূত তাপমাত্রার আধিক্যের কারণে বিষয়টি একই দাঁড়াচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ডিউটি ফোরকাস্ট অফিসার মো. ওমর ফারুকের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

সকাল সন্ধাকে তিনি বলেন, “এবার তাপমাত্রা বাড়লেও, তা ৪৫ দশমিক ১ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে, এবার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অনুভূত তাপমাত্রা অনেক বেশি। তাই সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হলেও এটি আমাদের শরীরে অনুভূত হতে পারে ৪৫ থেকেও অনেক বেশি।”

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপদাহ অব্যাহত থাকবে এমন আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক সকাল সন্ধ্যাকে বলেন, “এরই মধ্যে আমরা যে হিট এলার্ট ঘোষণা করেছি, তা সোমবার সকালে শেষ হবে। তারপর এলার্টের সময়সীমা আরও বাড়ানো হবে।

“হয়তো পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে হিট এলার্ট।”

ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ায় গত ১৯ এপ্রিল ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় জনগণের অস্বস্তি বাড়তে পারে। গরমের কারণে দেশের সব স্কুল-কলেজের ছুটি সাতদিন বাড়ানো হয়।

তাপদাহের স্থায়িত্ব

তাপদাহ ২৩ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, “২৪ এবং ২৫ এপ্রিল তাপ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও ২৭ এপ্রিলের পর আবার বাড়তে পারে, যা পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।”

মে মাসের ১৫ তারিখ পর্যন্ত তাপের প্রভাব এমনই থাকবে জানিয়ে তিনি বলেন, “১৬ মে মাসের পর থেকে তাপ কমতে থাকার সম্ভাবনা রয়েছে।”

ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা

এক সপ্তাহের মধ্যে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানান ওমর ফারুক। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, এসময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অনুভূত তাপমাত্রা কী

অনুভূত তাপমাত্রা বেশি কেন

আবহাওয়াবিদ ওমন ফারুক বলেন, “বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার থেকে  বেশি অনুভূত হচ্ছে এবং অস্বস্তি হচ্ছে। সাধারণত বাতাসে আর্দ্রতা কম থাকলে আমাদের শরীর পানি টেনে নিতে পারে। আর ঘেমে যাওয়ার পর শরীর কিছুটা শীতল অনুভব হয়। কিন্তু আর্দ্রতা বেড়ে গেলে তখন আর এটি পানি শুষে নিতে পারে না। সত্যি বলতে এখন দক্ষিণা বাতাসের প্রভাবে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই এখনকার তাপমাত্রায় আমাদের অস্বস্তি বেশি হয়। হাঁসফাঁস লেগে যায়। হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত