সিলেটে তীব্র গরমে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম (৩৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে নগরের জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এদিন সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
নিহত শফিকুল মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। পেশায় ব্যবসায়ী এই যুবক সিলেটে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
শফিকুলের বড় ভাই জহিরুল ইসলামের বলেন, “তীব্র গরমে অসুস্থ হয়ে আমার ভাই সিটি সেন্টারের সামনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। সেখান থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শারীরিক কোনও সমস্যা ছিল না। আমরা ধারণা করছি, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।”
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান বলেন, “পরিবারের লোকজন ওই যুবককে মৃত অবস্থায় এখানে নিয়ে আসেন। তবে মৃত্যুর কারণ আমরা বলতে পারব না।”
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, “সন্ধ্যা ছয়টার রেকর্ড অনুযায়ী সিলেটে দিনের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখানে সর্বোচ্চ তাপমাত্রা।”