গত ইউরোয় দেখা গেছে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড টাইব্রেকারের আগে নিয়ে এসেছিলেন বিশেষ বোতল। সেখানে লেখা ছিল বিপক্ষ দলের কোন খেলোয়াড় শট নিতে পারে কোন দিক দিয়ে। সেদিকেই ডাইভ দিয়ে সফল হয়েছিলেন পিকফোর্ড।
এবার অলিম্পিক হকিতে সেই গ্রেট ব্রিটেনের গোলরক্ষক ব্যবহার করলেন আইপ্যাড। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ১-১ সমতার পর গড়ায় পেনাল্টি শুট আউটে। তখনই মাঠে নামা গোলরক্ষক ওলি পেন আইপ্যাডে দেখে নিচ্ছিলেন ভারতের খেলোয়াড়দের শুট আউটের আগের ভিডিও।
ভারতের সুখজিত সিং শট মারার আগে নজরে আসে এটা। রেফারি খেলা থামিয়ে আইপ্যাডটি মাঠের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও তাতে বিতর্ক থামছে না। কারণ, খেলা চলার সময় এই যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। তারপরও কীভাবে একজন গোলকিপার মাঠে আইপ্যাডের সাহায্য নিতে পারেন?
তাতেও অবশ্য লাভ হয়নি। ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। শুট আউটে ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায় ওরাজকুমার পাল। ব্রিটেনের হয়ে গোল করেন জেমস অ্যালবেরি, জ্যাচ ওয়ালস। মিস করেন কোনর উইলিয়ামসন ও ফিলিপ রোপার।
নির্ধারিত সময়ে সমতা ছিল ১-১ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। কিছুক্ষণ পরই সমতা ফিরিয়েছিলেন মর্টন লি। এর আগে ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে বাইরে বেরিয়ে যান। দীর্ঘ সময় ১০ জ নিয়ে খেলতে হয় ভারতকে।
পরে দেখা যায়, অমিতের স্টিক অনিচ্ছাকৃতভাবে লেগেছিল গ্রেট ব্রিটেনের খেলোয়াড়ের গায়ে। এমন আম্পায়ারিং নিয়ে আন্তর্জাতিক হকি সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে ভারত। অভিযোগ জানিয়েছে ব্রিটিশ গোলরক্ষকের আইপ্যাড ব্যবহার নিয়েও।