Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

হকিতে ডাচদের ডাবল, প্রেমিক-প্রেমিকারও বাজিমাত

মেয়েদের হকিতে সোনা জিতেছে নেদারল্যান্ডস। ছবি : এক্স
মেয়েদের হকিতে সোনা জিতেছে নেদারল্যান্ডস। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মেয়েদের হকিতে চলছে নেদারল্যান্ডসের রাজত্ব। চীনকে ফাইনালে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিকে সোনা জিতল তারা। এ নিয়ে সবশেষ পাঁচ অলিম্পিকের চারটিতেই সোনা জিতল ডাচ নারী দল। এই সময়ে কেবল ২০১৬ সালে তারা জিতেছিল রুপা।

তাতে অনন্য এক নজিরও গড়েছে নেদারল্যান্ডস। প্রথম দল হিসেবে ছেলে ও মেয়েদের হকিতে একই আসরে সোনা জিতল ডাচরা। এর আগে ছেলেদের ফাইনালে পেনাল্টিতে ৩-১ ব্যবধানে জার্মানিকে হারিয়েছিল ডাচরা।

ছেলেদের দলে খেলেন  থিস ফন ডাম আর মেয়েদের দলে পিয়েন স্যান্ডার্স। দুজন প্রেমিক-প্রেমিকা। প্যারিস থেকে জোড়া সোনার পদক নিয়ে যাচ্ছেন তারা দুজনও।  পেনাল্টি শুটআউটে গোলও পেয়েছেন তারা দুজন।চ

থিস ফন ডাম ও পিয়েন স্যান্ডার্স। হকিতে সোনা জিতেছেন এই প্রেমিক-প্রেমিকা।

মেয়েদের হকির গ্রুপ পর্বে চীনকে ৩-০ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। তবে ফাইনালে চীন ১-০ গোলে এগিয়ে ছিল ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে পর্যন্ত।

 ইয়াবি জেনসেনের গোলে ১-১ সমতা ফেরানোর পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে গোলরক্ষক আনা ভেনেনডাল তিনটা সেভ করে ঐতিহাসিক সোনা এনে দেন ডাচদের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত