Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
প্রিমিয়ার হকি লিগ

ঘর গুছিয়েছে আবাহনী মোহামেডান

জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ এবার খেলবেন উষা ক্রীড়াচক্রে। বুধবার ফেডারেশনে তিনি টোকেন সংগ্রহ করেন। ছবি: সকাল সন্ধ্যা।
জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ এবার খেলবেন উষা ক্রীড়াচক্রে। বুধবার ফেডারেশনে তিনি টোকেন সংগ্রহ করেন। ছবি: সকাল সন্ধ্যা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

হুট করে হকি ফেডারেশনে ঢুকলে চমকে উঠতে পারে কেউ! মনে হবে যেন জন্মদিনের অনুষ্ঠান। ফেডারেশনের একজন কর্মী রঙিন বেলুন দিয়ে সাজাচ্ছিলেন হকি ফেডারেশনের বারান্দা। জন্মদিন নয়, বুধবার শুরু হয়েছে চলতি মৌসুমের প্রিমিয়ার হকি লিগের দলবদল।

দলবদল উপলক্ষ্যেই এমন আয়োজন হকি ফেডারেশনের। দলবদল চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।   

ঘরোয়া হকির সবচেয়ে বড় আয়োজন প্রিমিয়ার লিগ। কিন্তু হকি ফেডারেশন কখনও নিয়মিত লিগ আয়োজন করতে পারে না। সর্বশেষ লিগ হয়েছিল ২০২১ সালের নভেম্বর মাসে। প্রায় ২৬ মাস পর আবারও হকিতে ব্যস্ততা বেড়েছে খেলোয়াড়, কর্মকর্তাদের।

শুরুতেই ঘর গোছাল আবাহনী-মোহামেডান

দলবদল শুরু হতেই ঘর গুছিয়ে ফেলেছে ক্লাব পাড়ার বড় দুই পরাশক্তি মোহামেডান ও আবাহনী।

হকি ফেডারেশনের সামনেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন আবাহনীর কোচ মাহবুব হারুন, শহীদুল্লাহ খোকনসহ কয়েকজন ক্লাব কর্মকর্তা। কেমন হয়েছে এবারের আবাহনী দল? প্রশ্নটা করতেই হারুণ উত্তর দিলেন, “বরাবরের মতোই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি আমরা।” তিনি জানালেন, এবারের দলে খেলবেন আশরাফুল ইসলামসহ জাতীয় দলের এক ঝাঁক খেলোয়াড়। আবাহনী দলের জন্য টোকেন নিয়েছেন রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিতুল, মেহরাব হোসেন, রোমান সরকার, আমান শরীফ, পুষ্কর খীসা মিমো, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হুজাইফা, বিপ্লব কুজুর।

আবাহনী এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চোখ রেখে দল গড়েছে। ছবি: সংগৃহীত।

এবার ভারত, পাকিস্তান থেকে কোনও বিদেশি খেলোয়াড় আনবে না আবাহনী। তথ্যটা জানালেন হারুন, “আমরা এবার ইউরোপ থেকে বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছি। বিশেষ করে ঢাকায় যেসব জার্মানির খেলোয়াড় এসেছিল তাদেরকেই আনার চেষ্টা চলছে।”

মোহামেডানও শক্তিশালী দল গড়েছে এবার। সাদা-কালোদের জার্সিতে দেখা যাবে পুরনো ও নতুন মিশেলে খেলোয়াড়। এই দলে খেলবেন রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেন, খালেদ মাহমুদ রাকিন, আশরাফুল ইসলাম জুনিয়র, আমিরুল ইসলাম। নতুন এসেছেন আল নাহিয়ান শুভ, নুরুজ্জমানা নয়ন, সফিউল আলম শিশির, শিমুল হোসেন, দীন ইসলাম ইমন, মনোজ বাবু ও শাহিদুল হক সৈকত।

নতুন নিয়মে টোকেন নিচ্ছে খেলোয়াড়েরা

ও হ্যাঁ, বলাই হয়নি। এবার দল বদলের আগে খেলোয়াড়দের টোকেন দেওয়া হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। আসলে আগে কখনও দলবদল শুরুর আগে এভাবে খেলোয়াড়ের হাতে টোকেন দেওয়া হতো না। দলবদলের দিন ক্লাব খেলোয়াড় এনে টোকেন তুলত। কিন্তু তাতে অনেক সমস্যা হতো। একজন খেলোয়াড়কে একাধিক ক্লাব টাকা দিত। পরে সেটা নিয়ে তৈরি হতো জটিলতা। সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই এমন নিয়ম করেছে ফেডারেশন।

এবার দলবদল শুরুর আগে খেলোয়াড় টোকেন নিয়ে যাচ্ছে ফেডারেশন থেকে। পরে ওই খেলোয়াড় যে ক্লাবে টোকেন জমা দেবেন সেই ক্লাবই পাবে সেই খেলোয়াড়কে।

বুধবার কোনও ক্লাবই দলবদল করেনি। শুধু ৪০ জন খেলোয়াড় টোকেন নিয়ে গেছেন। তবে একজন মাত্র খেলোয়াড় দলবদল করেছেন। ডিফেন্ডার খোরশেদুর রহমান আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন মেরিনার্সে।

৬ বছর পর প্রিমিয়ারে ঊষা

২০১৮ সালে দলবদলসংক্রান্ত জটিলতায় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করায় প্রথম বিভাগে নেমে যায় ঊষা ক্রীড়াচক্র। ২০২১ সালে ঊষাকে ছাড়াই অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগ। এবার প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ফিরেছে ঊষা।

দল বদলের কক্ষ থেকে হাসতে হাসতে বের হচ্ছিলেন জাতীয় দলের গোলরক্ষক অসীম কুমার গোপ। গতবার তিনি মোহামেডানের সঙ্গে চুক্তি করেও খেলতে পারেননি। এবার তিনি যোগ দিয়েছেন উষা ক্রীড়াচক্রে।

হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সার্ভিসেস সংস্থার সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে ক্লাবগুলো। গোলরক্ষকরা সাধারণত এই নিয়মের বাইরে থাকেন। সেই নিয়মের মধ্যে থাকায় মূলত আটকে যান অসীম। যে কারণে তাকে আর চাইলেও পরে খেলাতে পারেনি মোহামেডান।

এবার তিনি দল পেয়ে উচ্ছ্বসিত, “এ বছর আমি উষা ক্রীড়াচক্রে খেলব। গতবার টোকেন নিয়েও খেলতে পারিনি মোহামেডানে। গত লিগ না খেলার কারণে অনেক ক্ষতি হয়েছে আমার। এবার সর্বোচ্চ চেষ্টা করব ঊষাকে চ্যাম্পিয়ন করতে।”

ঊষা এবার তারুণ্য নির্ভর দল গড়েছে। এবার এই ক্লাবে যোগ দিয়েছেন তাহের আলী, আরশাদ হোসেন, তাহসিন আলী, হাসান যুবায়ের নিলয়, সোহানুর রহমান।

এই দলকে আবারও চ্যাম্পিয়ন করানোর স্বপ্ন অসীমের, “ঊষা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দল। আবারও এই দলকে চ্যাম্পিয়ন করতে চাই আমি।”

খেলা থেকে বাইরে থাকায় নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন অসীম, “মাঝে যখন খেলা ছিল না তখন একা একা জিম করতাম। মাঠে আসতাম। রানিং করতাম। সুযোগ পেলে গিয়ার্স পরেও অনুশীলন করেছি। আমি গতবার ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা গোলকিপার ছিলাম। এবার চেষ্টা করব লিগে সেরা হওয়ার।”

২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি দিয়ে শুরু হবে এবারের মৌসুম। এর ৩ দিন পর শুরু ক্লাব কাপ হকি। এই টুর্নামেন্ট শেষ হলেই টার্ফে গড়াবে বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত