ওমানের মাসকাটে হকি জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে সেরা পাঁচে থেকে যুব বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। ছেলেদের দলের ৩ ডিসেম্বর দেশে ফেরার দিন সেই মাসকটেই বিশ্বকাপে চোখ রেখে গিয়েছিলেন অনূর্ধ্ব-২১ নারী হকি দলের খেলোয়াড়রা। কিন্তু প্রথম ৪ ম্যাচে ৪০ গোল হজম করে আশা ভঙের পাশাপাশি বাস্তবতাটা বুঝতে পারে বাংলাদেশ।
আজ (শনিবার) নবম-দশম স্থান নির্ধারনী ম্যাচে অবশ্য হতাশ করেনি তারা। শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ১০ দলের মধ্যে নবম হলো বাংলাদেশ। সর্বোচ্চ ৪ গোল করে ম্যাচ সেরা হয়েছেন আইরিন রিয়া। একটি করে গোল ফাতেমা, অর্পিতা পাল, সোনিয়া ও নাদিরার।
নিজেদের গ্রুপে বাংলাদেশের মেয়েরা চীনের কাছে ১৯-০, ভারতের কাছে ১৩-১, থাইল্যান্ডের কাছে ২-১ ও মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-১ গোলে।
এশিয়া কাপে ব্যর্থ হলেও গত জুনে এশিয়ান হকি ফেডারেশন কাপে ৬ ম্যাচের ৫টিই জিতে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। তাতে প্রথমবার পায় এশিয়া কাপের টিকিট। তবে দুই টুর্নামেন্টের ব্যবধান যে আকাশ-পাতাল, মাসকটে সেটাই বুঝলেন রিয়া-ফাতেমারা।