Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কর্মকর্তাদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন উপদেষ্টা। ছবি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন উপদেষ্টা। ছবি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[publishpress_authors_box]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দায়িত্ব নেওয়ার পর রবিবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন এই সদস্য। সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের অবস্থানও তুলে ধরেন।

কাজ করতে গেলে ভুল হতেই পারে একথা জানিয়ে তিনি বলেন, “তবে কেউ যদি ইচ্ছা করে ভুল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

সবশেষ শুক্রবার উপদেষ্টা পরিষদে নতুন যে চারজনকে যুক্ত করা হয়েছে, তিনি তাদের মধ্যে একজন।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন। তবে এক সপ্তাহের মধ্যেই তার দপ্তর বদলে যায়, তাকে দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আর স্বরাষ্ট্রের দায়িত্ব পান আরেক সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন নতুন উপদেষ্টা।

দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না।”

মতবিনিময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের নতুন সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, আইজিপি মো. ময়নুল ইসলামসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত