Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মানুষ হাসপাতালে হামলা করে কেন?

klipartz.com_-1
[publishpress_authors_box]
তথ্যের অভাব

চিকিৎসাগত ভুলত্রুটি ও অবহেলা

কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থাই নিখুঁত নয়। তা সত্ত্বেও যোগাযোগের অভাবের ভয়াবহ পরিণাম হতে পারে, বিশেষ করে যখন এগুলো রোগীর মৃত্যুর কারণ হয়।

রোগ নির্ণয়ে দেরি ও ভুল: রোগীর অবস্থা ঠিক সময়ে বা ঠিকভাবে নির্ণয় করতে না পারলে বিলম্বিত বা অকার্যকর চিকিৎসা হতে পারে,যার ফল হতে পারে রোগীর মৃত‍্যু। অনেক সময় পরিবারের সদস‍্যরা মনে করতে পারে যে, সময়মতো রোগ নির্ণয় করা গেলে তাদের প্রিয়জনের মৃত‍্যু এড়ানো যেত। এক্ষেত্রে তারা ক্রোধ অনুভব করতে পারে এবং প্রতিশোধ নিতে চাইতে পারে।

অস্ত্রোপচারে ভুল: অস্ত্রোপচারের সময় ভুলের মারাত্মক পরিণাম হতে পারে। যদি পরিবার মনে করে যে অস্ত্রোপচারটি অপ্রয়োজনীয় ছিল বা ঠিকভাবে হয়নি বা ঝুঁকি সম্পর্কে তাদের যথাযথভাবে জানানো হয়নি; তাহলে তারা মনে করতে পারে যে তাদের প্রিয়জনের মৃত‍্যু আসলে এড়ানো যেত। এবং এক্ষেত্রে তারা সহিংস উপায়ে বিচার চাইতে পারে।

ওষুধের ভুল: ওষুধের ভুল ডোজ, ভুল ওষুধ বা দেরিতে ওষুধ দেওয়াও রোগীর ক্ষতি এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। এ ধরনের ভুল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রতি পরিবারের বিশ্বাস ভেঙে দিতে পারে এবং তাদের ভেতর প্রতিশোধের ইচ্ছা জাগিয়ে তুলতে পারে।

তথ্য ও স্বচ্ছতার অভাব: হাসপাতাল যদি রোগীর অবস্থা, চিকিৎসা পরিকল্পনা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পরিবারকে সঠিক ও সময়োচিত তথ্য দিতে ব্যর্থ হয়, তাহলে সৃষ্টি হয় অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ। পরিবার মনে করতে পারে তাদের কাছে তথ‍্য গোপন রাখা হচ্ছে। ফলে তারা হতাশ ও ক্ষুব্ধ হতে পারে।

সহানুভূতিহীন যোগাযোগ: শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগের সময় চিকিৎসাকর্মীরা সহানুভূতি বা সংবেদনশীলতার অভাব দেখালে পরিবারের দুঃখ আরও বাড়তে পারে। কঠিন শব্দ ব্যবহার, উদ্বেগকে গুরুত্ব না দেওয়া, বা পর্যাপ্ত মানসিক সহায়তা না দেওয়া পরিবারকে দূরে সরিয়ে দিতে পারে এবং ক্ষোভ তৈরি করতে পারে।

ব্যবস্থাপনার দুর্বলতা

দুর্বল অবকাঠামো ও সংস্থানের ঘাটতি: সীমিত সংস্থান, পুরনো সরঞ্জাম, বা দুর্বল অবকাঠামো চিকিৎসার মান বাধাগ্রস্ত করতে পারে। ফলে পরিবার মনে করতে পারে যে তাদের প্রিয়জন সম্ভাব্য সেরা চিকিৎসা পায়নি, যার ফলে হাসপাতাল ব্যবস্থার প্রতি তাদের রাগ ও ক্ষোভ জন্ম নিতে পারে।

মানসিক স্বাস্থ্য জটিলতা

উৎস: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‍্যান্ড প্রিভেনশন, এজেন্সি ফর হেলথকেয়ার রিসার্ট অ‍্যান্ড কোয়ালিটি, বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা, ন‍্যাশনাল অ‍্যালায়েন্স অন মেন্টাল ইলনেসের বিভিন্ন গবেষণা, চিকিৎসা বিষয়ক গবেষণাপত্রের অনলাইন ডেটাবেইজ পাবমেড, নিউ ইয়র্ক টাইমস, এবিসি নিউজ, রয়টার্স ইত‍্যাদি। 

 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত