Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

যে ৫ ভুলে হোটেলে থাকার মজা ভন্ডুল হতে পারে

Hotel Room
[publishpress_authors_box]

হোটেলে থাকাটা আরামের হলেও, কিছু বিষয় এড়িয়ে চললে অভিজ্ঞতাটা আরও ভালো হতে পারে। ছোটখাটো কিছু ভুল মজা নষ্ট করে দিতে পারে। তাই আগে থেকেই কিছু জিনিস মাথায় রাখলে ঝামেলা এড়ানো যায় সহজেই। চলুন, দেখে নেওয়া যাক হোটেলে থাকার সময় কোন বিষয়গুলো না করাই ভালো।


১) গোসল করার সময়ে বাথরুমের দরজা বন্ধ করতে ভুলবেন না। অনেকেই গরম পানি ব্যবহার করেন। আর সেই কারণে বাষ্প তৈরি হয়। দরজা বন্ধ না রাখলে সেই বাষ্পের কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠতে পারে।

২) ঘুরতে গিয়ে যদি কোনও দামি জিনিস সঙ্গে থাকে, তা হলে সেগুলি হোটেলের ঘরে ফেলে রেখে বেরিয়ে পড়বেন না গয়না, দামি ঘড়ি, টাকা-পয়সা হোটেলের ঘরে ফেলে রাখা উচিত নয়। হোটেলের ঘর থেকে বেরোনোর সময়ে সেগুলি অবশ্যই সঙ্গে রাখুন।

৩) অনেক হোটেলেই ঘরে সিগারেট খাওয়ার অনুমতি নেই। তবুও অনেকেই এই নিয়ম অমান্য করেন। ধরা পড়লে মোটা অংকের জরিমানা দিতে হতে পারে।

৪) হোটেলের বাথরুমে ব্যবহার করার জন্য শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, টুথপেস্টে ছাড়াও অন্যান্য জিনিস দেওয়া হয়। ব্যবহার করার পর সেই জিনিসগুলি ব্যাগে ভরে নিয়ে আসলে ক্ষতি নেই। কিন্তু বাথরোব বা তোয়ালে একদমই নেয়া যাবে না। ৫) হোটেলের ওয়াইফাই ব্যবহার করে নিজের কোনও গোপন তথ্য বিশেষ করে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড না ব্যবহার করাই ভাল। এ ক্ষেত্রে আপনার ফোন হ্যাক হওয়ার আশঙ্কা থেকেই যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত