বয়স মাত্র ১৪ বছর ৩ মাস! অথচ এরই মধ্যে দাবায় আলাদাভাবে আলো কেড়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। সম্প্রতি হাঙ্গেরিতে ৩টি টুর্নামেন্টে অংশ নিয়ে সোমবার দেশে ফিরবেন তিনি।
দাবা অলিম্পিয়াড, সিক্স ডেস গ্র্যান্ডমাস্টারস দাবা ও ফার্স্ট স্যাটারডে গ্র্যান্ডমাস্টারস দাবা মিলিয়ে ৯ জন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়েছেন ১১ বার। শেষের দুটি টুর্নামেন্টে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকেজ ও ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যালেরি নেভেরভের সঙ্গে দুবার মুখোমুখি হন।
সব মিলিয়ে ৯ গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে ১১ মুখোমুখিতে প্রতিটি টুর্নামেন্টেই এক জন করে গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন নীড়। ড্র করেছেন ৪ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে। বাকি ৪ গ্র্যান্ডমাস্টারের কাছে হেরেছেন।
বুদাপেস্টে শুরুতে গত সেপ্টেম্বর মাসে অংশ নেন দাবা অলিম্পিয়াডে। সেখানে নীড় ১১ রাউন্ডের মধ্যে খেলেছেন ১০ রাউন্ড। সপ্তম রাউন্ডে বিশ্রাম নেন।
অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিল ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার তুয়ান মিন লি। তার কাছে হেরেছেন নীড়। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার মারকানদারিয়া মাউরিজির সঙ্গে ড্র করেন। ষষ্ঠ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার তামাস বানুজের কাছে হেরেছেন।
অষ্টম রাউন্ডে প্রতিপক্ষ ছিল কাজাখস্থানের গ্র্যান্ডমাস্টার কাজিবেক নোয়েরবেক। তার কাছেও হার মানতে হয় নীড়ের। কিন্তু দশম রাউন্ডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইডো গোরশেনকে হারিয়ে সবাইকে চমকে দেন। অলিম্পিয়াডে মোট ১০ ম্যাচে ৪ জয়, ৩ ড্র, ৩ হার নীড়ের।
এরপর অংশ নেন সিক্স ডেস গ্র্যান্ডমাস্টারস দাবায়। সেখানে দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার প্লাত ভোয়েতেককে হারিয়ে দেন নীড়। এরপর তৃতীয় রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যালেরি নেভেরভের সঙ্গে করেন ড্র। পঞ্চম রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকেজের সঙ্গেও ড্র করেন। এই টুর্নামেন্টে ৯ ম্যাচে ৪ জয়, ৫ ড্রয়ে তৃতীয় আন্তর্জাতিক মাস্টার নর্মও পূরণ করেন নীড়। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের পর সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান নারায়ণগঞ্জের এই দাবাড়ু।
সব শেষে নীড় খেলেছেন ফার্স্ট স্যাটারডে গ্র্যান্ডমাস্টারস দাবায়। সেখানে শুরুতেই প্রথম রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যালেরি নেভেরভের সঙ্গে করেন ড্র। পঞ্চম রাউন্ড বেলারুশের গ্র্যান্ডমাস্টার আন্দ্রে কোভারেখেন কাছে হেরে যান। কিন্তু ষষ্ঠ রাউন্ডে আবারও হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকেজের মুখোমুখি হন। এবার তিনি পেয়ে যান জয়। শেষ টুর্নামেন্টে ৯ ম্যাচে ২ জয়, ৫ ড্র, ২ হার ছিল নীড়ের।