Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

রিভিউ: ‘তুফান’ কি সত্যিই তুফান তুলেছে

Toofan
[publishpress_authors_box]

সিনেমা শেষে হলের ভেতরেই বড় পর্দার সামনে এক পরিবারের সবাই মিলে সেলফি তুলে নিলেন। কেউ কেউ হল থেকে বের হওয়ার সময় গুনগুন করছিলেন, “তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উরাধুরা..।”

মিরপুরের সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে বুধবার রাতে শেষ শো শেষে দর্শকরা এভাবেই উচ্ছ্বাস দেখালেন।

স্ত্রী-সন্তানসহ পরিবারের মোট আট জন মিলে আমিও ওই শোতে এসেছিলাম ঈদের সিনেমা ‘তুফান’ দেখতে। ‘তুফান’ সিনেমা ভালো না কি মন্দ- সেই আলোচনায় যাবো না। কোনও স্পয়লারও দেব না। শুধু মনে হচ্ছে, বাংলাদেশের জীর্ণ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিরাজ করা কালো ছায়া হয়তো এই তুফানে উড়ে যাবে ।

সিনেমা দেখার যে আসক্তি শৈশবে শুরু হয়েছিল তা এই মাঝ বয়সেও এতটুকু কমেনি। নতুন সিনেমা মুক্তি পেলেই তা দেখার তাড়না কাজ করে এখনও। ওটিটি হোক, নয়তো বড় পর্দায় – নানা দেশের নানা ধরনের সিনেমা নিয়মিতই দেখি। সেই ধারাবাহিকতায় এবার দেখে এলাম দেশের সিনেমা ‘তুফান’।

১৭ জুন ঈদ-উল-আজহার দিনেই হলে এসেছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত  সিনেমা ‍‘তুফান’। ঈদে মুক্তির তালিকায় থাকা সব সিনেমার মধ্যে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা; ১২০টিরও বেশি সিনেমা হলে। মুক্তি পাওয়ার পরদিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার শো ২১টি থেকে বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। টিজার, ’উরাধুরা’ গান এবং ট্রেইলার দিয়ে দর্শকের প্রত্যাশা অবশ্য আগেই আকাশ ছুঁয়ে ছিল। ‘তুফান’ নিয়ে কেন এই উন্মাদনা? এই প্রশ্নের উত্তর মেলানোর আগে একটু নব্বইয়ের দশকে ফেরা যাক।

‘তুফান’ সিনেমার গল্পও গড়ে উঠেছে সেই ৯০ দশকের আন্ডারওয়ার্ল্ডের এক ডনকে ঘিরে। আমরা যারা ৯০ দশকে বেড়ে উঠেছি তখন ছিল না ইউটিউব, ফেইসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর রিলস। বিনোদন মানে তখন ছিল শুধু টেলিভিশনে শুক্রবারের বাংলা সিনেমা। অথবা শহরের হলে গিয়ে সিনেমা দেখা। কখনও ভিসিআরে ভারতের সিনেমা দেখতাম। ঈদ এলে আমাদের সিনেমা দেখার আনন্দ বেড়ে দ্বিগুণ হতো। সিনেমা ভালো কি মন্দ সেই বাছবিচার করার আগেই হলে গিয়ে সদ্য মুক্তি পাওয়া সিনেমা দেখে নিতাম।

মাঝে দীর্ঘ সময় দেশের সিনেমার দুঃসময় গেছে। পাইরেসি, অশ্লীলতা এই সিনেমা শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মধ্যবিত্ত পরিবার বিনোদন পেতে তখন দল বেঁধে হলে যেত; তারাও মুখ ফিরিয়ে নিলো দেশের সিনেমা থেকে। এই বৃত্ত ভাঙতে এক ঝাঁক তরুণ নির্মাতা বছর কয়েক ধরে চেষ্টা করে যাচ্ছেন নতুন কিছু উপহার দিতে। যে ধারাবাহিকতায় প্রিয়তমা, সুড়ঙ্গ, হাওয়ার মতো বেশ কিছু ব্যবসা সফল ছবি পেয়েছে বাংলা চলচ্চিত্র। তারও আগে মনপুরা, আয়নাবাজিও ভালো ব্যবসা করলেও বছরে তখন ওই একটা কি দুটো সিনেমা হলে চলেছে। এবার মনে হচ্ছে, অতীতের সব হিসাব-নিকাশ উড়িয়ে নিয়ে যাবে ‘তুফান’।

সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনা গত দশ বছরে শোনা হয়নি। এবার এমন কাণ্ড ঘটেছে মধুমিতা হলে। আর অগ্রিম টিকিট নিয়ে কাড়াকাড়ি তো ছিলই। রাতের শো দেখতে তেমন ভিড় হবে না ভেবেছিলাম আমি; কিন্তু বিরতির সময় চারদিকে চোখ ঘুরিয়ে দেখলাম হল উপচে পড়ছে দর্শকে।

ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ঈদের দিন থেকে প্রতিদিন নিয়মিত চারটি শো চলছে; পাশাপাশি মিডনাইট স্পেশাল শো হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে এমন ঘটনা ডিজিটালযুগে এবারই প্রথম। দেশের হলে দর্শকের এমন জোয়ার এসেছিল শাহরুখ খান অভিনীত ভারতের সিনেমা ‘জওয়ান’ মুক্তির পর।

এতদিন বাংলাদেশি দর্শকরা ‘বাহুবলী’, ‘ওয়ার’, ‘পুষ্পা’, ‘সালার’ সিনেমার পরের কিস্তির জন্য অপেক্ষা করেছে। ‘তুফান’ শেষে যখন স্ক্রিনে ভেসে উঠল ‘লোডিং-২’, ওই সময় হলে থাকা দর্শকের উচ্ছ্বাস দেখার মতো ছিল। এর মানে আমরা এবার নিজেদের মুভিতেও ‘সিক্যুুয়েল’ স্বাদ নিতে উন্মুখ। রায়হান রাফীও সেই রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছেন দর্শককে।

মানুষ নির্ভেজাল বিনোদন পেতে চায়। সেই বিনোদন সাধারণ মানুষের সামনে এই সময়ের নির্মাতারা ঠিক মতো উপস্থাপন করতে পারছে কি? পরিচালক রায়হান রাফী এদিক থেকে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে উঠেছেন। তার পরিচালিত ‘দহন’, ‘পোড়ামন -২’, ‘দামাল’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ সিনেমা আমার দেখা। এবার ‘তুফান’ -ও দেখে ফেললাম।

শাকিব খানের সিনেমা খুব বেশি দেখা হয়নি আমার। শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকের কোনও সিনেমাও দেখা হয়নি আমার। শাকিব খান এক শ্রেণির দর্শকের কাছে ভীষণ প্রিয়; আমি ওই তালিকার বাইরের একজন। আড়াইশ পার হয়েছে শাকিব খানের সিনেমা সংখ্যা। অথচ আমি তার সিনেমা দেখেছি হাতে গোনা। এ থেকেই বোঝা যায়, এক শ্রেণির দর্শক শাকিবকে কতটা দূরে রাখেন।

আমাকে খুব বেশি টানতো না শাকিব খানের সিনেমা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি বলেই শাকিব খান অভিনীত ‘সুভা’ সিনেমাটা দেখেছিলাম। ‘সুভা’ ছিল শাকিব খান অভিনীত আমার দেখা প্রথম কোনও সিনেমা। এরপর ‘শিকারি’, ‘নবাব’, ‘সত্তা’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’, ‘গলুই’, ‘প্রিয়তমা’ এবং হালের ‘রাজকুমার’ দেখেছি। যতই দেখছি ততই মনে হচ্ছে, শাকিব খান নিজেকে ভেঙেচুরে নতুন করে চেনাচ্ছেন। নায়কের আগমন দৃশ্যে হাততালি ও সংলাপের সময় শিষ বাজানো আমাকে বলে দিলো, মাল্টিপ্লেক্সের দর্শকরাও শাকিব খানকে আপন করে নিয়েছে।

পরিবার নিয়ে ‘তুফান’ দেখতে সিনেপ্লেক্সে লেখক বদিউজ্জামান মিলন

শাকিব খানের ভেতরের অভিনয় সত্ত্বা বার করে আনার কৃতিত্ব অবশ্যই রায়হান রাফীকে দিতেই হবে। ‘তুফান’ সিমেনায় শাকিবের অভিনয় সব কিছু ওলটপালট করে দিয়েছে। সিনেমায় তার ‘লুক’ ছিল অন্য মাত্রার। নায়কের এমন মেকআপ-গেটআপ আমরা ভারতের দক্ষিণের সিনেমায় দেখে অভ্যস্ত।

‘তুফান‘ সিনেমার নির্মাণশৈলীতেও ছিল অসাধারণ মুন্সিয়ানা। শুধু একজন শাকিব খানের কারণেই ‘তুফান’ দেখতে হলে হলে ভিড় করছে না দর্শক। রায়হান রাফীর এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, ফজুলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলুর মতো বাঘা সব অভিনেতা। দুই বাংলার দুই নায়িকা মিমি চক্রবর্তী আর মাসুমা রহমান নাবিলা এই সিনেমায় ‘আইসিং অন দ্য কেক’ হয়ে আছেন।

শুধু যে অভিনেতাদের দিয়েই সিনেমা হিট করানো যাবে তাও নয়। ভারতের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, সঙ্গে আলফা আই এবং চরকি মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনাচে-কানাচে এই সিনেমার প্রচারণা ছড়িয়ে দিয়েছে। অন্য সিনেমার বেলায় এমন প্রচার পরিকল্পনা কমই চোখে পড়ে। এরপর আবার কোনও তারকা নয়তো কনটেন্ট ক্রিয়েটর ফেইসবুকে ‘তুফান’ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেসব দেখেও দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন হলে।

দেশে বিনোদনের পরিসর সীমিত হয়ে আসছে। তাই হলমুখী হওয়ার এমন ‘তুফান’ লুফে নিয়েছে দর্শকরা। রায়হান রাফী নিখাদ বিনোদনের বাণিজ্যিক সিনেমা পরিবেশন করেছেন; যা দর্শকরা গোগ্রাসে গিলছে।

জুন মাসের শুরুতে ইউটিউবে চরকির চ্যানেলে র‍্যাপস্টার দাদুর র‌্যাপ ও আরিফ রহমান জয়ের কণ্ঠে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ পায়। ইউটিউবে ভিডিওর বর্ণনায় চরকি লিখেছে, “এই তুফান অদম্য, অপরাজেয়, প্রবল! এই তুফান আসছে ইতিহাস গড়তে।” মুক্তির ঠিক আগে ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ট্রেইলার পোস্ট করে শাকিব খান লিখেছেন, “তুফান এর দাপট থেকে নিস্তার … অসম্ভব!” এরপর সিনেমা মুক্তির চতুর্থ দিন পার হতে না হতেই হিট তকমা পেয়ে গেছে ‘তুফান’। আগামী কয়েকদিনে প্রযোজকের পকেট ফুলেফেঁপে উঠবে, তাতে কোনও সন্দেহ নেই। তাহলে কি দেশের সিনেপাড়ায় সুবাতাস বয়ে আনছে এই ‘তুফান’?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত