Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ট্রাম্পকে হত্যাচেষ্টা : যেভাবে ধরা হলো সন্দেহভাজনকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টাকারী রায়ান ওয়েসলি রুথ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টাকারী রায়ান ওয়েসলি রুথ।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণসংশয় যেন কাটছেই না। দুই মাস আগে পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সে যাত্রায় আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

রবিবার আবার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়। সিক্রেট সার্ভিসের এজেন্টদের দ্রুত পদক্ষেপের কারণে এবারও বেঁচে গেছেন তিনি।

ঘটনার সূত্রপাত রবিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে। ট্রাম্প তখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ মালিকানাধীন গলফ কোর্সে খেলছিলেন।

ট্রাম্পের খেলার আগেই গোটা এলাকা পরিষ্কার ও নজরদারির আওতায় আনার দায়িত্বে ছিল সিক্রেট সার্ভিসের এজেন্টদের একটি দল। অপর একটি দল ছিল ট্রাম্পের সঙ্গে।

নজরদারির দায়িত্বে থাকা দলটি গলফ কোর্সের একটি গর্ত পরীক্ষা করতে গেলে কাছের ঝোপের মধ্যে কিছু একটা দেখতে পান। একজন এজেন্ট ঝোপ থেকে বের হয়ে থাকা একে-৪৭ স্টাইলের একটি রাইফেলের নল বেরিয়ে থাকতে দেখেন।

এই গলফ কোর্সেই রবিবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে।

ট্রাম্পের ঝুঁকি বিবেচনায় ওই এজেন্ট দ্রুত ঝোপটি লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালান। ঘটনার আকস্মিকতায় ঝোপ থেকে রাইফেল ফেলেই দৌড়ে নিজের গাড়িতে করে পালিয়ে যায় সন্দেহভাজন।

ওদিকে গুলির শব্দ শুনতে পান ট্রাম্পও। ফক্স নিউজকে তিনি ‘পপ পপ’ করে চারবার শব্দ শুনতে পান বলে জানিয়েছেন। গুলির শব্দের পরই সিক্রেট সার্ভিসের অপর দলটি ট্রাম্পকে বুলেটপ্রুফ গাড়িতে করে নিরাপদে সরিয়ে নেন।

ট্রাম্পকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল তখন সন্দেহভাজন বন্দুকধারীও পালাচ্ছিল। তাকে একটি কালো নিশান গাড়িতে করে পালাতে দেখার কথা জানান এক প্রত্যক্ষদর্শী। তিনি গাড়ির ছবিও তুলে রাখেন এবং পরে সেটি পুলিশকে দেন।

পুলিশ সেই ছবি আশেপাশের এলাকায় ছড়িয়ে দেন। কিছু সময় পর ঘটনাস্থল থেকে ৬১ কিলোমিটার দূরে মার্টিন কাউন্টি অতিক্রম করার সময় আই-৯৫ হাইওয়ে থেকে গাড়িসহ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারীর ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জামের ছবি।

কাউন্টি শেরিফ রিক ব্রাডশর মতে, ঝোপের মধ্যে যেখান বন্দুকধারী লুকিয়ে ছিল সেখান থেকে ট্রাম্পের দূরত্ব ছিল ২৭২-৫৫৭ মিটার। সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলির কারণে ঝোপের মধ্যে রাইফেল, স্কোপ ও একটি অ্যাকশন ক্যামেরা ফেলে যায় বন্দুকধারী।

পুলিশ সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম জানিয়েছে রায়ান ওয়েসলি রুথ।

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেন, “আমি আজ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনা শুনে গভীরভাবে ব্যথিত।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত