Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ায় জয়ে শুরু এইচপির

sh1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পারভেজ ইমনের হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি লিগে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ এইচপি দল। প্রথম ম্যাচে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানের ব্যবধানে হারিয়েছে এইচপি।

৯ দলের টপ এন্ড সিরিজটিতে রোববার প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ এইচপি। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান তুলেছে তারা। জবাবে রেনেগেডস ১৫.২ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের ছন্দে থাকা ক্রিকেটারদেরই ৯ দলের এই আসরে রেখেছে বিসিবি। তাদের শুরুটা বেশ ভালোই হয়েছে। দুই ওপেনার ঝড়ো শুরু এনে দিতে গিয়ে দ্রুত ফিরেছেন। তবে ১০ ও ১৭ রানে ৪ ওভারেই ৪৫ রান বোর্ডে এনে দেন।

সঙ্গে তিনে নামা পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে ভালো স্কোরের দিকে নিয়ে যায়। মাত্র ৪৮ বলে ২ ছক্কা ও ৭ চারে ৬৯ রান করেন ইমন। নিচের দিকে অধিনায়ক আকবর আলি ১৮ বলে ২১ ও শামীম হোসেন পাটওয়ারী ২৫ বলে ২৫ রান করেন।

জবাবে দ্রুত রান তোলার চেষ্টায় বেশ চাপে পড়ে রেনেগেডস। ওই সুযোগে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজেই উইকেট তুলে নেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।

প্রথম ম্যাচেই বড় জয়ে ৯ দলের মধ্যে দারুণ রান রেট নিয়ে তালিকার শীর্ষে আছে এইচপি দল। এইচপির রানরেট ৩.৮৫। দ্বিতীয় অবস্থানে থাকা নর্দার্ন স্ট্রাইকের রানট রেট ২.৭৩।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত