Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থ‌গিত

ss-flood-sylhet-20-6-24
[publishpress_authors_box]

বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল সকাল সন্ধ্যাকে বলেন, “বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। ৯ জুলাই থেকে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।”

গত ২৯ মে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সর্বশেষ গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবার সিলেটে বন্যা দেখা দেয়। গত ১৮ জুন থেকে তা পুরো সিলেট অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সিলেটের নদ-নদীর পানি উপচে এরই মধ্যে সিলেট মহানগরের ২৩টি ওয়ার্ডসহ সিলেট বিভাগের ৩৪টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২২ লাখ মানুষ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত