Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বৃষ্টি মাথায় এইচএসসিতে বসল সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী

পরীক্ষা শুরুর আগে বৃষ্টিতে নাকাল হতে হয়েছে শিক্ষার্থীদের। ছবি : সকাল সন্ধ্যা
পরীক্ষা শুরুর আগে বৃষ্টিতে নাকাল হতে হয়েছে শিক্ষার্থীদের। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রবিবার শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগে সকালের ভারি বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

রবিবার প্রথম দিনে সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ ও ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করায় রবিবার সাধারণ আটটি শিক্ষা বোর্ডসহ মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা রবিবার শুরু হয়েছে। এই ১০ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩ লাখ ৬৮ হাজার।

বৃষ্টি মাথায় করেই পরীক্ষার হলে যেতে হয় শিক্ষার্থীদের। ছবি : সকাল সন্ধ্যা

সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগামী ৯ জুলাই শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৯ জুলাই যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেদিন সেই পরীক্ষাগুলোতেই অংশ নেবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ ও ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন।

অন্যদিকে, আলিম পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ ও ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন।

এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন ও ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন।

কেন্দ্রে ঢোকার আগে শেষবারের মতো প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে এক পরীক্ষার্থী। ছবি : সকাল সন্ধ্যা

এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিনে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আগামী ১১ আগস্ট শেষ হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

অন্যদিকে কারিগরি বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৮ জুলাই। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই হতে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।

এবার পরীক্ষা উপলক্ষে শনিবার (২৯ জুন) থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য কোচিং সেন্টার বন্ধ রাখার এই ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত