ঢাকায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাদারীপুরের সংবাদকর্মীরা। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও তুলেছেন তারা।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয় জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার একাধিক সংবাদমাধ্যম কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।
ভাঙচুর করা হয় পার্কিংয়ে থাকা একাধিক যানবাহনও। এসময় সেখানে কর্মরতদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানবন্ধনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলা হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভী সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন সঞ্চালনা করেন চ্যানেল ২৪-এর প্রতিনিধি সাগর হোসেন তামিম। তাতে অংশ নেন বাংলাদেশ বেতারের মাদারীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল, এনটিভির সাংবাদিক এরআর মর্তুজা, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, চ্যানেল আইয়ের প্রতিনিধি রাহাত হোসাইন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু।
ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে পাশাপাশি তিনটি ভবনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও কার্যালয় অবস্থিত।
সোমবার দুপুর আড়াইটার দিকে সেখানে হামলার বিষয়ে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক তাইমুর হাসান শুভ বলেন, “দুপুরে হঠাৎ শতাধিক মানুষের একটি মিছিল আমাদের অফিসের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোঁটা।
“তারা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে শুরু হয় ভাঙচুর। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।”
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার নিন্দা জানিয়ে রাতেই বিবৃতি দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।