আর কেউ নয়, নিজেই গোল করলেন। সেই গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেল বরুসিয়া ডর্টমুন্ড। সঙ্গে গোটা মৌসুমের পারফরম্যান্স তো রয়েছেই। এই যখন একজন খেলোয়াড়ের পারফরম্যান্স, তখন তিনি স্বাভাবিকভাবে জাতীয় দলে থাকার দাবি জানিয়ে রাখেন। কিন্তু এত কিছু করার পরও জার্মানির ইউরোর দলে জায়গা হলো না ম্যাট হামেলেসের! তার মতো কপাল পুড়েছে লিয়ন গোরেৎকার-ও।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি। ঘরের মাঠের টুর্নামেন্টে শিরোপায় চোখ রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসমান। এবারের ইউরোর চূড়ান্ত স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। ফলে জুনের দুটি প্রীতি ম্যাচের পর জার্মানি দল থেকে একজন কাটা পড়বেন।
এবারের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নযাত্রায় দুর্দান্ত পারফরম্যান্স হামেলসের। ডর্টমুন্ডের এই ডিফেন্ডার প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি গোলও করেছেন। অন্যদিকে বায়ার্ন মিউনিখের জার্সিতে মৌসুমের শেষ দিকে দুর্দান্ত খেলেছেন গোরেৎকা। কিন্তু হামেলসের মতো তারও জায়গা হয়নি নাগেলসমানের দলে।
সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল জার্মানি। আত্মবিশ্বাস ফেরানো ওই দুই জয়ের স্কোয়াডের ওপর আস্থা রেখেছেন নাগেলসমান। খুব বেশি পরিবর্তন আনতে চাননি বলেই জায়গা হয়নি হামেলসের। তাছাড়া সেন্টার ব্যাক পজিশনে তার প্রথম পছন্দে রয়েছেন রিয়াল মাদ্রিদের অ্যান্টনি রুডিগার ও বায়ার লেভারকুসেনের জোনাথান তাহ। এই দুজনের ব্যাকআপের দিকেই বেশি নজর দিয়েছেন জার্মান কোচ।
চোট কাটিয়ে আগেই জার্মানি দলে ফিরেছেন মানুয়ের নয়ার। ইউরোর স্কোয়াডেও আছেন তিনি। তবে ঘরের মাঠের টুর্নামেন্টের জার্মানদের নেতৃত্বে তিনি থাকছেন না। নয়ার ফিরলেও অধিনায়ক থাকছেন ইকেল গুন্ডোয়ান।
জার্মানি স্কোয়াড:
গোলকিপার: অলিভার বাউমান, অ্যালেক্স নুবেল, মানুয়েল নয়ার, মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন; ডিফেন্ডার: ওয়াল্ডারমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিখস, জোশুয়া কিমিচ, রবিন কোচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, ডেভিড রাউম, অ্যান্টনি রুডিগার, নিকো শ্লোটারবেক, জোনাথান তাহ; মিডফিল্ডার: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুহরিখ, পাসকাল গ্রোস, ইকেই গুন্ডোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ; ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বিয়ার, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, থমাস মুলার, দেনিজ উন্দাভ।