Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

ক্রিকেটার অশ্বিনের সময় শেষ হয়নি

ashwin-52
[publishpress_authors_box]

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের জার্সিতে আর খেলবেন না এই স্পিনার। বিদায় নিয়ে তার কোনও আক্ষেপ নেই। তবে এখনই ২২ গজে পথচলা থামছে না তার। অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে ডানহাতি স্পিনার জানিয়েছেন, ক্রিকেটার অশ্বিনের সময় এখনও শেষ হয়নি।

ভারত দল এখন অস্ট্রেলিয়া সফরে। বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে অশ্বিনও ছিলেন। তবে ব্রিসবেন টেস্ট শেষ হতেই আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। এই মুহূর্তে লক্ষ্য স্থির করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ আইপিএল।

বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়া থেকে জন্মস্থান চেন্নাইয়ে ফিরেছেন অশ্বিন। বাড়িতে বাবা-মা, বন্ধুবান্ধবের সঙ্গে ভক্তরাও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের আবদার মিটিয়েছেন অটোগ্রাফ দিয়ে। অবসরের পর বাড়ি ফিরে এমন কিছু ঘটবে, প্রত্যাশায় ছিল না অশ্বিনের।

বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে এই স্পিনার বলেছেন, “কখনোই ভাবিনি এত মানুষ এখানে আসবে। আমার ভেবেছিলাম চুপিসারে বাড়িতে ঢুকে আরাম করব। কিন্তু আপনারা আমার দিনটা দারুণভাবে রাঙিয়ে দিলেন। আমি অনেক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেছি, তবে শেষবার এরকম (মানুষের ভিড়) দেখেছিলাম ২০১১ সালের বিশ্বকাপ জেতার পর।”

অবসরের সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া নয়। অনেক দিন ধরেই ভাবছিলেন অশ্বিন, “এটা স্বাভাবিকভাবেই এসেছে। (অবসরের) বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরছিল। (ব্রিসবেন টেস্টের) চতুর্থ দিনে আমি অনুভব করেছিলাম এবং তারপরই বিদায় বললাম।”

ভারতের জার্সিকে বিদায় বললেও আরও অনেকটা সময় ক্রিকেটের সঙ্গে থাকতে চান অশ্বিন। সামনের আইপিএলে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসে, ২০১৫ সালের পর প্রথমবার ফিরেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। এছাড়া তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও খেলবেন এই স্পিনার।

অশ্বিনের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার, “আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। যতদিন পারব, ততদিন খেলে যাব। আমার মনে হয় না ক্রিকেটার অশ্বিনের সময় শেষ হয়েছে। আমি শুধু এটাই মনে করি, ভারতীয় ক্রিকেটার অশ্বিনের সময় শেষ হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত