ইসরায়েলি হামলায় ক্ষতি সীমিত বলার পর এবার দুজন সৈন্য মারা যাওয়ার কথা স্বীকার করেছে ইরান।
ইরান আর্মি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “দেশকে রক্ষা করতে গিয়ে আমাদের দুজন সৈনিক শহীদি মৃত্যু বরণ করেছেন।”
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্তা ইরনা দেশটির সেনাবাহিনীর বিবৃতিটি প্রকাশ করেছে।
এর আগে ইরানের বিমানবাহিনী জানিয়েছিল, তেহরান, খুজেস্তান ও ইলামে সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালেও তা সফলভাবে প্রতিরোধ করা গেছে।
ইসরায়েলে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার ইরানের সামরিক স্থাপনায় ‘সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক’ হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ওপর চালানো হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র নির্মাণের স্থাপনা ছিল তাদের হামলার লক্ষ্য।
এর পাশাপাশি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রক্রিয়াসহ ইরানের আকাশ সক্ষমতাকে টার্গেট করেও হামলা চালানো হয়েছে বলেও জানায় আইডিএফ।
আর ‘সফল’ হামলার পর তাদের বিমানগুলো নিরাপদেই ইসরায়েলে ফিরেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
হামলার সময় ইরানের গোয়েন্দা কর্মকর্তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানায়।
ইরানের বিপ্লবী রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল তেহরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের কয়েকটি সামরিক ঘাঁটি।
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহসহ সংগঠনটির শীর্ষ নেতাদের হত্যার প্রেক্ষাপটে মাসখানেক আগে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।
এরপর থেকেই ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে শনিবার ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল ইরায়েলের সামরিক বাহিনী।