Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ইবাদত টেস্ট দলে ফিরলেন দুই বছর পর

ebadot
[publishpress_authors_box]

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রটা শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। সেই সিরিজের দলে দুই বছর পর ফিরলেন পেসার ইবাদত হোসেন। ২০২৩ সালে ১৭ জুন শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মিরপুর টেস্টে সবশেষ খেলেছিলেন ইবাদত। চোট আর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এ বছরের ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলবেন তিনি (একাদশে থাকলে)।

১৬ মাস পর ইবাদত মাঠে ফিরেন গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে। এরপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে প্রমাণ করেছেন নিজেকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন গলে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টিও খেলবে দুই দল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন  মাহমুদুল হাসান, তানজিম হাসান ও তানভীর ইসলাম। তাদের জায়গায় ফিরেছেন ইবাদত হোসেন, নাহিদ রানা ও লিটন দাস।

বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত