১৯৬৪ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে অভিষেক বিলি ইবাদুল্লাহর। সে ম্যাচেই অভিষেক পাকিস্তানি উইকেটরক্ষক আবদুল কাদিরের। অভিষেকে প্রথম পাকিস্তানি হিসেবে সেঞ্চুরি করেছিলেন ইবাদুল্লাহ। কাদিরের সঙ্গে গড়েছিলেন ২৪৯ রানের উদ্বোধনী জুটি। ৬০ বছর পর এখনো টেস্ট ক্রিকেটে দুই অভিষিক্তের সর্বোচ্চ রানের জুটি এটা।
সেই ম্যাচের প্রথম ইনিংসে ১৬৬ করা ইবাদুল্লাহ ৪ টেস্টে করেছিলেন ২৫৩ রান। তবে ৪১৭টি প্রথম শ্রেণীর ম্যাচে তার রান ১৭ হাজার ৭৮। ৮৮ বছর বয়সে ১২ জুলাই মারা গেছেন তিনি।
The PCB is deeply saddened by the passing of former Test cricketer Khalid Ibadulla on 12 July. He played four Tests from 1964 to 1967, scoring 253 runs, and was the first Pakistan batter to score a century on Test debut. In 417 first-class matches, he amassed 17,078 runs and took… pic.twitter.com/MIyOEpE3UW
— Pakistan Cricket (@TheRealPCB) July 14, 2024
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও ইএসপিএনক্রিকইনফো তার মৃত্যুর খবর জানালেনও কোথায় মৃত্যুবরণ করেছেন, এ নিয়ে জানায়নি কিছু।
অবসরের পর পাকিস্তান জাতীয় দলের ম্যানেজার ছিলেন ইবাদুল্লাহ। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের ডুনেডিনে স্থায়ী হন তিনি। তার হাত ধরে ক্রিকেট শিখে তারকা হয়েছেন গ্লেন টার্নার, রাদারফোর্ড, ক্রিস কেয়ার্নস, ব্রেন্ডন ম্যাককালামরা।