Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

অভিষেকে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ইবাদুল্লাহ আর নেই

বিলি ইবাদুল্লাহ : ২০ ডিসেম্বর ১৯৩৫ থেকে ১২ জুলাই ২০২৪।
বিলি ইবাদুল্লাহ : ২০ ডিসেম্বর ১৯৩৫ থেকে ১২ জুলাই ২০২৪।
[publishpress_authors_box]

১৯৬৪ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে অভিষেক বিলি ইবাদুল্লাহর। সে ম্যাচেই অভিষেক পাকিস্তানি উইকেটরক্ষক আবদুল কাদিরের। অভিষেকে প্রথম পাকিস্তানি হিসেবে সেঞ্চুরি করেছিলেন ইবাদুল্লাহ। কাদিরের সঙ্গে গড়েছিলেন ২৪৯ রানের উদ্বোধনী জুটি। ৬০ বছর পর এখনো টেস্ট ক্রিকেটে দুই অভিষিক্তের সর্বোচ্চ রানের জুটি এটা।

সেই ম্যাচের প্রথম ইনিংসে ১৬৬ করা ইবাদুল্লাহ ৪ টেস্টে করেছিলেন ২৫৩ রান। তবে ৪১৭টি প্রথম শ্রেণীর ম্যাচে তার রান ১৭ হাজার ৭৮। ৮৮ বছর বয়সে ১২ জুলাই মারা গেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও ইএসপিএনক্রিকইনফো তার মৃত্যুর খবর জানালেনও কোথায় মৃত্যুবরণ করেছেন, এ নিয়ে জানায়নি কিছু।

অবসরের পর পাকিস্তান জাতীয় দলের ম্যানেজার ছিলেন ইবাদুল্লাহ। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের ডুনেডিনে স্থায়ী হন তিনি। তার হাত ধরে ক্রিকেট শিখে তারকা হয়েছেন গ্লেন টার্নার, রাদারফোর্ড, ক্রিস কেয়ার্নস, ব্রেন্ডন ম্যাককালামরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত