Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সুর নরম পাকিস্তানের, হাইব্রিড মডেলেই হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি

tg1
[publishpress_authors_box]

আইসিসির সভাতেও কোন সমাধান বের হয়ে আসেনি। কারণ ভারত কোনোভাবে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না। আর নাছোরবান্দা পাকিস্তানও রাজি হচ্ছিল না হাইব্রিড মডেলে। তবে চাপ বাড়ছিল পিসিবির ওপর। তারা হাইব্রিড মডেলে রাজি না হলে টুর্নামেন্টটাই সরে যেত পাকিস্তান থেকে। কেননা ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি সম্ভব নয় তাদের দেশের স্পনসরদের জন্য।

পিসিবি প্রধান মহসিন নাকভি এমন প্রবল চাপের মুখে নরম করলেন সুর। দুবাইয়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ৪৩ রানে জয় পেয়েছে পাকিস্তান।

 আর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহসিন নাকভি বললেন, ‘‘খুব বেশি কিছু বলতে চাই না। কারণ তাতে পুরো বিষয়টাই পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের দিকটা আইসিসিকে জানিয়েছি, ভারতও ওদের দিকটা জানিয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যেন দুই দেশই জেতে। আমরাও জিতি। ভারতও জেতে।’’

সরাসরি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির প্রশ্নে তিনি বললেন, ‘‘আমি শুধু দেখব, কোনও কিছু যেন একপাক্ষিক ভাবে না হয়। ক্রিকেটের জন্য যেটা ভালো হয় সেটাই করব। এমন যেন না হয় যে, ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা প্রতিবার যাব। হাইব্রিড ফরমুলায় হবে না (চ্যাম্পিয়নস ট্রফি) তবে যদি নতুন কোনো ফরমুলায় হয় তখন দেখব ব্যাপারটা যেন সমান-সমান থাকে। দিন শেষে আমাদের চাওয়া যেন ক্রিকেটের জয় হয়।’’

পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে নাকি আইসিসিকে বলা হয়েছে, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি মেনে নিতে রাজি। তবে শর্ত হচ্ছে ২০৩১ সাল পর্যন্ত ভারতে যত আইসিসি টুর্নামেন্ট হবে, পাকিস্তানের ক্ষেত্রেও একই জিনিস করতে হবে। মানে মভারতে হবে অধিকাংশ খেলা আর পাকিস্তান খেলবে অন্য মাঠে! এবার যা ভারত করছে। আইসিসি সেই শর্ত মানবে কী?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত