চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এখনও অনিশ্চিত। টুর্নামেন্ট কড়া নাড়ছে দরজায় কিন্তু ভেন্যু কোথায় সেটাই ঠিক করা যাচ্ছে না। সূচিও প্রকাশ করতে পারেনি আইসিসি। কারণ ভারত কোনোভাবে পাকিস্তানে খেলবে না। আর পাকিস্তানও হাইব্রিড মডেলে রাজি নয়। এর সমাধানে আজ (শুক্রবার) বিশেষ সভা করেছে আইসিসি।
‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে সেই সভায় উপস্থিত ছিলেন পূর্ণাঙ্গ ১২ দেশের সদস্য, তিনটি সহযোগী দেশের সদস্য আর আইসিসি চেয়ারম্যান। সবমিলিয়ে এই ১৬ প্রতিনিধিরই ক্ষমতা আছে যে কোন সিদ্ধান্তে ভোট দেওয়ার।
‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৪-৩০ মিনিটে শুরু হওয়া সভাটি শেষ হয়েছে অল্প সময়ে। তবে কোনো সমাধান বের হয়ে আসেনি। কারণ পাকিস্তানের প্রতিনিধি হাইব্রিড মডেলে রাজি হননি।
ভারতের প্রতিনিধিও সরকারের চাপে পাকিস্তানে খেলতে যেতে অপারগতা জানিয়েছেন। এজন্য দ্রুততম সময়ে শেষ হয় সভা। তাতে জট না খুলে আরও জটিল হলো পরিস্থিতি।
এর সমাধানে ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে শনিবার আবারও অনুষ্টিত হবে সভা। ‘ইন্ডিয়া টুডে’ অবশ্য শনিবারের বদলে দ্রুততম সময়ে আগামী যে কোনো দিন নতুন করে সভার কথা বলেছে।
সেখানেও সমাধান না হলে কী হবে? ‘ক্রিকেট পাকিস্তান’ লিখেছে, ‘‘যদি ভারত ও পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় থাকে তাহলে ভোটাভুটিতে যাবে আইসিসি। ভোটেই তখন নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পাকিস্তানেই হবে।’’
সাধারণত কোনও প্রতিযোগিতার তিন মাস আগে সূচি ঘোষণা করে আইসিসি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষণা করতে পারেনি আইসিসি। তাই আইসিসির বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।