Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আইসিসির ডিসেম্বরের সেরা বুমরা

bumrah
[publishpress_authors_box]

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরেছে ভারত। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে এমনকি অস্ট্রেলিয়ানদের মনও জিতে নিয়েছেন জসপ্রিত বুমরা। গ্লেন ম্যাকগ্রা যেমন সরাসরিই বলেছেন, বুমরা না থাকলে আরও সহজে জিততো অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকের সাবেক ক্রিকেটারদের মুগ্ধ করা ভারতীয় পেসার এবার আনুষ্ঠানিক স্বীকৃতিও পেলেন। আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন বুমরা।

প্যাট কামিন্স ও ড্যান প্যাটারসনকে পেছনে ফেলে মাসসেরার পুরস্কার জিতেছেন বুমরা। গত বছরের ডিসেম্বরজুড়ে পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই স্বীকৃতি দিয়েছে আইসিসি। গত মাসে খেলা তিন টেস্টে ২২ উইকেট নিয়েছিলেন বুমরা। গড় ১৪.২২। বলতে গেলে একা হাতে ভারতের পেস বোলিং ইউনিট সামলেছেন ডানহাতি পেসার।

ডিসেম্বরের শুরু থেকেই বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরা। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ বাড়তে দেননি। যদিও সতীর্থ বোলার ও ব্যাটারদের ব্যর্থতায় বৃথায় যায় বুমরার পারফরম্যান্স।

ব্রিসবেনে আরও দাপুটে ছিল বুমরার বোলিং। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চিড় ধরে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ভারতের একমাত্র পারফর্মার ছিলেন ডানহাতি পেসার।

মেলবোর্নের বক্সিং ডে টেস্টের বুমরার কাছ থেকে আসে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ইনিংসে তার শিকার ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি আরও দুর্বার। এবার নেন ৫ উইকেট। ম্যাচে ১১ উইকেট নিয়েও অবশ্য ভারতের বড় হার ঠেকাতে পারেননি তিনি।

দলীয় পারফরম্যান্সে হাসিমুখে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে পারেননি বুমরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সমীহ কুড়াচ্ছেন প্রতিপক্ষদের। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট তুলে নিয়েছেন এই সময়কালে। এবার আইসিসির মাসসেরার পুরস্কারও জিতলেন বুমরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত