Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সাদা বলে ৬০ সেকেন্ড পেরোলেই ৫ রান পেনাল্টি

স্টপ ক্লক
[publishpress_authors_box]

টিভির সামনে খেলা দেখতে বসেছেন। ওভার শেষে বিজ্ঞাপন হয়েই যাচ্ছে। ভাবলেন, নিশ্চিত নতুন ওভারের এক-দুইটা বল হয়ে গেছে। কিন্তু বিজ্ঞাপন শেষে খেলা ফিরতে দেখলেন, এখনও বোলার দৌড়ই শুরু করেননি। এই যে এক ওভার শেষে আরেক ওভারের মাঝে ফিল্ডিং দল সময়ক্ষেপণ করেন, সেটি রোধ করতেই আইসিসি স্থায়ীভাবে চালু করতে যাচ্ছে নতুন নিয়ম। যেখানে ‘স্টপ ক্লক’ মেনে পরিচালনা করা হবে ম্যাচ।

গত বছরের নভেম্বরে আইসিসি জানিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ ক্লকের কার্যকারিতা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়মের প্রয়োগ ঘটানো হবে কিনা। যদিও পরীক্ষামূলক প্রয়োগ শেষের আগেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে চালু করা হবে এই পদ্ধতি। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ-এর খবর, ক্রিকেটের সাধারণ প্লেয়িং কন্ডিশনে এই নিয়ম অন্তর্ভূক্ত করা হবে।

শুধু টি-টোয়েন্টি নয়, সাদা বলের সব খেলায়, অর্থাৎ ওয়ানডে ক্রিকেটেও ব্যবহার করা হবে স্টপ ক্লক। সীমিত ওভারের ক্রিকেটের ম্যাচগুলো নির্ধারিত সময়ে শেষ করার লক্ষ্যেই আইসিসি নতুন নিয়ম স্থায়ীভাব চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ফিল্ডিং দল যেন বোলিং পরিবর্তনে সময়ক্ষেপণ করতে না পারে, সেই ভাবনা থেকেই আইসিসির এই সিদ্ধান্ত। দুবাইয়ে চলমান আইসিসির বৈঠকে নিয়মটি অনুমোদন করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দল নতুন ওভার শুরু করার আগে ৬০ সেকেন্ড সময় পাবেন। এই সময়ের মধ্যে ওভার শুরু করতে ব্যর্থ হলে প্রতিবারের জন্য থাকবে আলাদা পেনাল্টির ব্যবস্থা। ফিল্ড আম্পায়ার ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করবেন। জানাবেন, তাদের ওভার শুরু করার সময় শেষ হয়েছে। তৃতীয়বার থেকে কার্যকর হবে পেনাল্টি। ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করতে না পারলে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করা হবে। একইভাবে যতবার তারা নিয়ম ভাঙবে, প্রত্যেকবার ব্যাটিং দলের স্কোরবোর্ডে যোগ হবে ৫ রান।

আইপিএল কিংবা বিপিএলে স্ট্র্যাটিজিক টাইম আউটে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় সময়। এক সেকেন্ড করে কমতে থাকে সময়। আইসিসির স্টপ ক্লক নিয়মেও স্ক্রিনে ভেসে উঠবে সময়। ওভার শেষে থার্ড আম্পায়ার ৬০ সেকেন্ডের ক্ষণগণনা করবেন জায়ান্ট স্ক্রিনে। অবশ্য এই নিয়মে পরিবর্তনও আসতে পারে। ব্যাটারের কারণে কিংবা ডিআরএস বা বিশেষ কোনও কারণে পরের ওভার শুরু করতে দেরি হলে সময় নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফিল্ড আম্পায়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত