Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বদল আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে, বাংলাদেশের লাভ কতটা

890
[publishpress_authors_box]

টেস্টকে আকর্ষণীয় করতে চালু হয়েছে ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’। তিন বছরের চক্রে সেরা দুই দল খেলে ফাইনাল। এটা আরও আকর্ষণীয় করতে পরের চক্রে পয়েন্ট বণ্টনে বদল আনার কথা ভাবছে আইসিসি। পিটিআই আর ইংল্যান্ডের একটি দৈনিক জানাচ্ছে এমনটাই।

আগামী মাসে আইসিসির বোর্ড মিটিংয়ে আলোচনা হতে পারে এ নিয়ে। তাতে যোগ হতে পারে বোনাস পয়েন্ট। এটা অনুমোদন হলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) এর প্রভাব পড়বে।

আগের চক্রে ছিল টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে ৬ আর ড্রয়ে ৪ পয়েন্ট। তবে নতুন চক্রে ১০০ রানের বেশি ব্যবধানে জয় বা ১০ উইকেটের জয় পেলে যোগ হতে পারে বোনাস পয়েন্ট। একইভাবে প্রতিপক্ষের মাঠে জিতলেও যোগ হবে পয়েন্ট। আবার ছোট দলগুলো যদি বড়দের হারায় বোনাস পয়েন্ট যোগ হতে পারে তাতেও।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

কোনও দল যদি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে, তাকেও দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সাবেক এক ক্রিকেটার পিটিআইকে বলেন, “এমনটা হলে তো ভালোই। দলগুলো ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা সবাই চাই ভালো খেলা দেখতে।” তিনি আরও যোগ করেন, ‘‘গত বছর ভারতে এসে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। সেই ভারতকেই হারিয়েছে নিউজিল্যান্ড। এজন্য বোনাস পয়েন্ট পেলে ফাইনালেও খেলতে পারত কিউইরা।’’

বোনাস পয়েন্ট যোগ হলে বাংলাদেশের কী লাভ হবে? এবারের চক্রে বাংলাদেশ টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মাটিতে। নিয়মটা চালু থাকলে প্রতিপক্ষের মাঠে জেতায় বোনাস পয়েন্ট পেত বাংলাদেশ।

পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

পাকিস্তানকে তাদেরই মাটিতে ১০ উইকেট হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সেক্ষেত্রেও বোনাস পয়েন্ট যোগ হত বাংলাদেশের ঝুলিতে। এর অর্থ প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে জয়ের সামর্থ্য আছে শান্তদের। তাই বোনাস পয়েন্ট চালু হলে তাতে লাভই হওয়ার কথা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত