Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

icc4
[publishpress_authors_box]

বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। তাই বিকল্প হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা।

২ অক্টোবর কলম্বোতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। এছাড়া বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ অক্টোবর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

কলম্বোয় ভারত-পাকিস্তানের লড়াইটি হবে ৫ অক্টোবর। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১ অক্টোবর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, এরপর ৮ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে।

টুর্নামেন্টে ২৮টি লিগ ম্যাচ এবং তারপর তিনটি নকআউট খেলা হবে। ম্যাচগুলির ভেন্যু বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বো।

২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালটি গুয়াহাটি বা কলম্বোতে। দ্বিতীয় সেমিফাইনালটি ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে হবে। ফাইনাল, ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে না উঠলে খেলা হবে বেঙ্গালুরুতে। তারা উঠলে ম্যাচ হবে কলম্বোতে। ২০২৫ সালের বিশ্বকাপ হবে ২০২২ সালের মতোই। আটটি দল রাউন্ড-রবিন ফরম্যাটে একে অপরের সাথে খেলবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত