Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আউয়াল-হুদারা ৩ মাসে পারলে এই সরকার কেন পারবে না : ফখরুল 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন মির্জা ফখরুল। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন মির্জা ফখরুল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দ্রুত নির্বাচন কমিশন গঠন ও দ্রুত নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য আগের কমিশনের তিন মাসের মধ্যে ভোট আয়োজনের উদাহরণও টেনেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন হোক, সেই সঙ্গে দ্রুত নির্বাচন আয়োজন করুক। তিন মাসের মধ্য যদি আউয়াল-হুদারা নির্বাচন আয়োজন করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না?”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যৌক্তিক সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে। নতুন পার্লামেন্ট গঠন করতে পারে। এটা আমাদের প্রত্যাশা। এটাই জনগণ চায়।”

নির্বাচন কমিশন ইস্যুতে সার্চ কমিটি গঠনের আগে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এমন প্রত্যাশা ছিল বলেও জানান বিএনপি মহাসচিব। তবে আলোচনা না করা হলেও সেটি বড় সমস্যা বলে মনে করছেন না তিনি।

সরকারের প্রতি বিশ্বাস রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি পৃথিবী জুড়ে সমাদৃত। তিনি (ড. ইউনূস) নিজেও বলেছেন, তার রাজনৈতিক ইচ্ছে নেই।

“ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ, এ দেশের মানুষ আপনাকে সম্মান দিয়েছেন, দিতে চান। আপনার এই জায়গা যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন।”

রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে। সংস্কার কার্যক্রম তেমনি চলমান থাকে। আমরা প্রত্যাশা করব, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু জনগণের দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণকে সেটা মেনে নিতে হবে। জনগণের মতামত ছাড়া কোনও সংস্কার দীর্ঘায়িত হবে না। উপর থেকে চাপিয়ে দিয়ে কোনও কিছু সফল হয় না।”

ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করে সাধারণত জয়ী হওয়া যায় না, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “তবে এবার এ দেশের ছাত্র-জনতা সেটি প্রমাণ করেছে।”

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাট পরিচালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিকসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত