বিশ্বকাপে ভারতের সেরা বোলার ছিলেন মোহাম্মদ সামি। এরপর থেকে চোটের জন্য মাঠের বাইরে তিনি। ফেরার প্রস্তুতি নেওয়ার ফাঁকে নিজের ইউটিউব চ্যানেলে ধর্ম নিয়ে কথা বললেন ভারতীয় এই পেসার।
ভারতের মাঠেই খেলার সময় কিছু দর্শক ‘জয় শ্রীরাম’ বলে উত্তেজিত করার চেষ্টা করেছেন সামিকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরা, শুভমান গিলরা এগিয়ে গিয়ে চেষ্টা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের।
মাঠে এ ধরনের ঘটনায় প্রভাবিত হন না বলে জানালেন সামি, ‘‘কেউ চিৎকার করলে তো কারও ক্ষতি হয় না। জয় শ্রীরাম বা আল্লাহ আকবর বলে হাজার বার চেঁচালেও পার্থক্য তৈরি হয় না। আসলে প্রত্যেক ধর্মেই পাঁচ, ১০ জন মানুষ থাকেন, যারা অন্য ধর্মের মানুষদের পছন্দ করেন না। তাঁদের বিরুদ্ধে আমার কোনও আপত্তি নেই। জয় শ্রীরাম বললে সমস্যা কীসের? হাজার বার বলুন। আমার যদি আল্লাহ আকবর বলতে ইচ্ছা হয়, হাজার বার বলব।’’
বিশ্বকাপে উইকেট নেওয়ার পর ‘সেজদা’ দিতে যেয়ে সামি থেমে গিয়েছিলেন বলে খবর হয়েছিল মিডিয়ায়। এটাও পছন্দ করেননি সামি, ‘‘বিশ্বকাপের সময় যেমন সেজদা প্রসঙ্গ তুলে আনা হয়েছিল। কাউকে ভয় পাই না। আমি এক জন মুসলিম। মুসলিম হিসেবে আমি গর্বিত। একই সঙ্গে আমি ভারতীয় হিসেবেও গর্বিত। আমার কাছে দেশ সবার আগে। আমি সত্যিই সেজদা করতে চাইলে, ঠিকই করতাম।’’