প্রতিবারই রমজান মাসে পুরান ঢাকায় পাওয়া যায় বাহারি ইফতার। এসবের নামও বাহারি। ছবি : হারুন অর রশীদইফতারের এক গুরুত্বপূর্ণ অংশ শরবত। চকবাজারে বিভিন্ন রকম শরবতের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ছবি : হারুন অর রশীদকারও কারও ইফতারে জিলাপী ছাড়া চলেই না। ছবি : হারুন অর রশীদনানা পদের মিষ্টান্ন নিয়ে বসেছেন বিক্রেতারা। চকবাজার থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদ